মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা বেশ অনেকটাই ৷ তাই দুই প্রার্থীই এদের উপেক্ষা করতে পারবেন না ৷ তাই তাদের ভোট ও সমর্থন পেতে নিবার্চনী প্রচারে পুরো চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷ এমনকী নিজের ভাষণে হিন্দু শব্দ পর্যন্ত তিনি ব্যবহার করেছেন ৷ ট্রাম্পের ভারত ও হিন্দু প্রীতি দেখে আমেরিকার মানুষের পাশাপাশি ভারতের মানুষও বেশ উৎসাহিত ৷ এমনকী বেশ কয়েকটি হিন্দু সংগঠন ট্রাম্পকেই ভারতের আগামী নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান ৷ l তবে হিন্দু সংগঠনের একাংশ অবশ্য তার জীবনযাপনের জন্য তার বিরুদ্ধে ৷
advertisement
ট্রাম্পকে নিয়ে প্রদেশ ১৮.কম হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি, রাষ্ট্রবাদী শিবসেনার সভাপতি জয় ভগবান গোয়েল, হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত ও ওয়ার্ল্ড কাউনসিল অফ আর্য সমাজের সভাপতি স্বামী অগ্নিবেশে সাক্ষাৎকার নিয়েছে ৷
হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি এই বিষয়ে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প মহিলা গঠিত কয়েকটি বিষয়ে চর্চায় ছিলেন এটা সত্যি, কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি যতেষ্ট উদ্বিগ্ন ৷ বিশেষচ ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে তিনি বেশ চিন্তিত এবং ফোকাসড ৷ তাই ট্রাম্প সন্ত্রাসবাদ খতম করতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন ৷ সেখানে সন্ত্রাসবাদ নিয়ে হিলারি ক্লিনটন আবার উদ্ধারবাদী ৷ সন্ত্রাসবাদ দমন করতে কঠর নীতি অনুসরণ করতে হবে ৷ ট্রাম্প নিজের দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে যতেষ্ট চিন্তিত ৷ হিন্দুদের নিয়ে তিনি ভাবছেন ৷ তাই উনি যদি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন তাহলে তা শুধু আমেরিকার জন্য নয় বরং গোটা বিশ্বের জন্য ভালো হবে ৷ তা তাকেই নির্বাচিত করা উচিৎ ৷ তাই আমেরিকাতে হিন্দু মহাসভা তার সমর্থনে কাজ করছে ৷
রাষ্ট্রবাদী শিবসেনার সভাপতি জয় ভগবান গোয়েল জানিয়েছেন- আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে যদি কোনও প্রার্থী হিন্দুদের নিয়ে কথা বলে থাকেন তাহলে তাআমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় ৷ যে ব্যক্তি আমেরিকায় থেকে হিন্দুত্ব নিয়ে কথা বলেন, সন্ত্রাসবাদ দমন করা কথা বলেন, ইসলামিক আতঙ্কবাদ খতম করার কথা বলেন, তিনি আমাদের দেশ ও বাকি সমস্ত সিস্টেমের জন্য উপকারি প্রামণিত হতে চলেছেন ৷ তাই ওনারই আমেরিকার রাষ্ট্রপতি হওয়া উচিৎ ৷ আমেরিকায় বসবাসকারী হিন্দুদের ও যারা হিন্দুত্বতে বিশ্বাসী তাদের কাছে আমাদের আবেদন যে তারা যেন ট্রাম্পকেই ভোট দিয়ে জেতান ৷ এতে আমেরিকার ভালো হবে ৷ পাশাপাশি সারা বিশ্বে শান্তি বজায় থাকবে ৷
ওয়ার্ল্ড কাউনসিল অফ আর্য্ সমাজের সভাপতি স্বামী অগ্নিবেশে বলেছেন- ট্রাম্প কোনও ভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ৷ ট্রাম্পের কার্যকলাপ আমেরিকার সভ্যতার পাশাপাশি তার নিজের চরিত্রের উপর কালি লেপে দিয়েছে ৷ তাই নির্বাচন থেকে তাঁর সরে দাঁড়ানো উচিৎ কারণ তার পার্টির লোকই এমন চাই ৷ তার দলের লোকই বলেছেন যে তারা এমন খারাপ ব্যক্তির প্রচার করতে পারবো না ৷ উনি সমস্ত নাটক করছেন ৷ হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট হওয়া উচিৎ ৷ োনাকে জেতানোর জন্য আমাজদের সমস্ত শক্তি ব্যবহার করা উচিৎ ৷ হিলারি ক্লিন্টনের সঙ্গে ভারতের আগে থেকে ভালো সম্পর্ক রয়েছে ৷ তাই তিনি জিতলে ভারতের জন্য ভালো হবে ৷