পাঠানকোট হামলায় পাকিস্তান যোগের স্পষ্ট হওয়ার পর থেকেও দেশে তৈরি হয়েছে ক্ষোভের পরিবেশ ৷ এদিন সকালে পাকিস্তানের তরফ থেকে মৌলানা মাসুদ আজহারকে গ্রেফতারের খবর ভুঁয়ো জানানোর পর থেকেই সন্ত্রাস দমনে পাকিস্তানের সদিচ্ছা নিয়ে উঠছে প্রশ্ন ৷ একই সঙ্গে ভারত পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক আপাত স্থগিত করার কথা জানানো হয়েছে এদিন ৷ সব মিলিয়ে হিন্দু মহাসভা পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ জানাতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অফিসের সব কর্মীরা নিরাপদে আছেই বলে খবর ৷ এই ঘটনার কড়া নিন্দা করেছে প্রশাসন ৷ ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ৷ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে প্রশাসন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2016 4:16 PM IST