কী বলেছেন তিনি৷ একটি জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে চক্রপাণি মহারাজ বলেছেন, করোনা ভাইরাস আটকাতে চা চক্রের মতো তিনি গোমূত্র চক্রের আয়োজন করছেন৷ এই গোমূত্র পার্টিতে করোনাভাইরাস কী, এবং কীভাবে গোজাত পণ্য করোনাকে আটকাতে পারবে, সে বিষয়ে সাধারণ মানুষে তাঁরা বোঝাবেন৷ তিনি আরও জানিয়েছেন, এই গোমূত্র চক্রগুলিতে আলাদা করে গোমূত্র বিলি করার জন্য একটি কাউন্টার থাকবে৷ সেই কাউন্টার থেকে গো মূত্র বিলি করা হবে৷ মানে, গ্লাসে ঢেলে দেওয়া হবে গোমূত্র, আর সেই পার্টিতেই গোমূত্র পান করতে পারবেন অংশগ্রহণকারীরা৷
advertisement
এখানে অন্য গো-জাত দ্রব্যও পাওয়া যাবে৷ সেগুলির মধ্যে রয়েছে ঘুঁটে ও গোবরের তৈরি ধুপকাঠি৷ আর এসব ব্যবহার করলেই নাকি সেরে যাবে করোনা ভাইরাস৷
দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন গোশালার সঙ্গে যৌথভাবে এই গোমূত্র পার্টি আয়োজন করা হবে বলে জানিয়েছেন চক্রপাণি৷ তবে প্রাথমিকভাবে দিল্লিতে হিন্দু মহাসভার প্রধান দপ্তরে এই গোমূত্র পার্টি আয়োজন করা হবে৷