TRENDING:

Himanta Biswa Sarma : উত্তর-পূর্বে দাঁত ফোঁটাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল : হিমন্ত বিশ্ব শর্মা

Last Updated:

Himanta Biswa Sarma : হিমন্তের কথায়, "যে কোনও মুখ্যমন্ত্রী নির্বাচনে জয়ী হওয়ার পর প্রাথমিকভাবে একটা গ্ল্যামার আসে, যেটা ক্ষণস্থায়ী। এটি সেই সাময়িক গ্ল্যামারের একটি অংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'খেলা হবে' স্লোগানকে একেবারেই আমল দিতে রাজি নন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma)। পাশের বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়(Tripura Politics) যখন তৃণমূল-বিজেপির(TMC-BJP) সম্মুখ সমর তুঙ্গে ঠিক সেই সময় এমনটাই বললেন অসমের মুখ্যমন্ত্রী। নেটওয়ার্ক 18 কে দেওয়া একটি স্বাক্ষাৎকারে হিমন্ত(Himanta Biswa Sarma) বলেন, অসম-ত্রিপুরায় শুধু নয় গোটা উত্তর-পূর্ব ভারতের কোথাওই কোনও প্রভাব ফেলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
advertisement

হিমন্তের কথায়, "যে কোনও মুখ্যমন্ত্রী নির্বাচনে জয়ী হওয়ার পর প্রাথমিকভাবে একটা গ্ল্যামার আসে, যেটা ক্ষণস্থায়ী।  এটি সেই সাময়িক গ্ল্যামারের একটি অংশ। প্রকৃতপক্ষে তিনি পশ্চিমবঙ্গকে শাসন করার জন্য নির্বাচিত হয়েছেন।" একইসঙ্গে কটাক্ষ, "মানুষ তো এও জিজ্ঞাসা করবে যে একজন মহিলা বা একজন রাজনীতিবিদ যিনি নিজের নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি কীভাবে অন্যদের জিতিয়ে আনতে পারেন ? শুধু তাই নয়, তাঁকে এই প্রশ্নেরও মুখোমুখি হতে হবে যে, আপনি যদি আপনার নিজের নির্বাচনে পরাজিত হয়েছেন তবে কী ভাবে আপনি আমাদের জয় নিশ্চিত করবেন।" এভাবেই এদিন বিধানসভা ভোটে মমতা  বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের পরাজয়কে তীব্র খোঁচা দিলেন হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma)।

advertisement

মঙ্গলবার এই একান্ত সাক্ষাৎকারে উত্তর-পূর্ব ভারতের সীমান্ত পরিস্থিতি, গত ২৬ জুলাইয়ের অসম-মিজোরাম সীমান্ত সংঘর্ষ, সি এ এ ইস্যুর মত বিষয়গুলি উঠে আসে। একইসঙ্গে চলে আসে ত্রিপুরা প্রসঙ্গও। এই বিষয়ে হেমন্ত শর্মার স্পষ্ট মত, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর 'খেলা হবে'-র মত স্লোগান ও সেই রাজনীতি শুধু বাঙালিদের মধ্যে নির্দিষ্ট কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ। উত্তর-পূর্বের বাঙালিকে তা স্পর্শ করে না।" একইসঙ্গে তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পায়েল মেহতা

বাংলা খবর/ খবর/দেশ/
Himanta Biswa Sarma : উত্তর-পূর্বে দাঁত ফোঁটাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল : হিমন্ত বিশ্ব শর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল