শনিবার কোর কমিটির বৈঠকে অসম বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, শরিক দলগুলির সঙ্গে জোট বেঁধেই অসমে নির্বাচনে লড়বে তারা৷ অসম বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ-এর লক্ষ্যমাত্রাও ঠিক করে নিয়েছে গেরুয়া শিবির৷ ১২৬ আসনের মধ্যে এনডিএ ১০৩টি আসনে লড়বে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নই যে বিজেপি-র লক্ষ্য, বৈঠক শেষে দলের বিবৃতিতে সেকথাও জানানো হয়েছে৷
advertisement
বৈঠকের শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, উন্নয়নের মডেলে ভর করেই অসমের বিধানসভা ভোটে সহজে জয় পাবে বিজেপি৷ তিনি দাবি করেন, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লির মতোই অসমেও সহজে জয় পাবেন তাঁরা৷
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘অসমে আমরা একশোটির বেশি আসনে জয়ী হতে পারব না৷ এখানকার জনবিন্যাস সেরকমই৷ অসমে ১২৬টি আসনের মধ্যে আমরা ১০৩টি আসনে লড়তে পারি৷ তার মানে এই নয় যে আমরা বাকি আসনগুলিতে লড়তে পারি না৷ এখানকার যা জনবিন্যাস তাতে বিজেপি এবং তার সঙ্গী দলগুলি সর্বাধিক ১০৩টি আসনেই মানুষের কাছে পৌঁছতে পারবে৷’
হিমন্ত বিশ্বশর্মা আরও দাবি করেছেন, অসমে সীমানা পুনর্বিন্যাসের পর দশ-পনেরোটি আসনে বিজেপি-র জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে৷ যে আসনগুলিতে এখ বিজেপি-র কোনও বিধায়কই নেই৷ হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, অসমের ভোটে তরুণ প্রজন্ম এবং মহিলাদেরই প্রার্থী করার উপরে বেশি জোর দেবে বিজেপি৷
