TRENDING:

Big Breaking| Himachal HRTC Bus Accident: হিমাচলে সাংঘাতিক দুর্ঘটনা, ১৫০ মিটার নীচে খাদে পড়ে গেল HRTC বাস! ২০ থেকে ২৫ জন আহত, বহু লোকের মৃত্যুর আশঙ্কা

Last Updated:

দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি বেশ গুরুতর বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিমাচলপ্রদেশে সাংঘাতিক দুর্ঘটনা। মান্ডির সারকাঘাটে খাদে পড়ে গেল বাস। দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি বেশ গুরুতর বলে খবর। বহু লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। বর্তমানে ডিএসপি সারকাঘাট ঘটনাস্থলে গিয়েছেন।
AI Generated representative image
AI Generated representative image
advertisement

সূত্রের খবর, মান্ডি জেলার সারকাঘাটের মাসরেনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রাত ৯টা নাগাদ মাসরেনের ট্রাংলা গ্রামের একটি বাঁক থেকে বাসটি খাদে পড়ে যায়। ট্রাংলার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আজ সকালে আমাদের বাড়ির কাছে একটি বাস খাদে পড়ে গিয়েছে।’ তবে দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা তিনি জানাননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ট্রেনটি সরকাঘাট-জামনি দুর্গাপুর রুটে যাচ্ছিল, মাসেরানের কাছে দুর্ঘটনার শিকার হয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Big Breaking| Himachal HRTC Bus Accident: হিমাচলে সাংঘাতিক দুর্ঘটনা, ১৫০ মিটার নীচে খাদে পড়ে গেল HRTC বাস! ২০ থেকে ২৫ জন আহত, বহু লোকের মৃত্যুর আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল