নর্থব্লকে জরুরি বৈঠক করেন রাজনাথ সিং ৷ বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷ উপস্থিত ছিলেন আইবি প্রধান ও স্বরাষ্ট্রসচিবও ৷ বৈঠকে বসেন বিরোধিরাও ৷ পুলওয়ামার পাল্টা দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকে বিরোধিরা যে প্রধানমন্ত্রী পাশে,তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন আত্মরক্ষার জন্যই LoC লঙ্ঘন, সাফাই পাক বিদেশ মন্ত্রকের
advertisement
প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমনের সঙ্গেও জরুরিভত্তিক বৈঠকের কথা তিন বাহিনীর প্রধানের ৷ বৈঠকে থাকবেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ বৈঠকে বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া ৷ থাকবেন নৌবাহিনীর প্রধান সুনীল লানবা
বৈঠকে তিন বাহিনীর প্রস্তাব নিয়ে আলোচনা ৷
বুধবার তাদেরও সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে বৈঠক হবার কথা ৷ বিজেপি বিরোধী দলের নেতাদের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, চন্দ্রবাবু নায়ডু ৷ বৈঠকে থাকবেন কেজরিওয়াল,ফারুক আবদুল্লা
থাকবেন কুমারস্বামী-সহ অন্য নেতারা ৷ লোকসভা ভোটের রণকৌশল নির্ধারণে এই বৈঠক বলেই জানা যাচ্ছে ৷