TRENDING:

High Court: বিবাহিত পুরুষের সঙ্গে প্রাপ্তবয়স্ক মহিলা সহবাস করতে পারেন? আইন কি বাধা দিতে পারে? হাইকোর্টের 'ঐতিহাসিক' পর্যেবক্ষণ!

Last Updated:

High Court: মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মহিলা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি কার সঙ্গে থাকতে চান, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কী বলল হাইকোর্ট?
কী বলল হাইকোর্ট?
advertisement

ভোপাল: সম্প্রতি মধ্যপ্রদেশ হাইকোর্ট এক পর্যবেক্ষণ বলেছে, কোনও প্রাপ্তবয়স্ক মহিলাকে বিবাহিত পুরুষের ঙ্গে বসবাস থেকে বিরত রাখার কোনও আইন নেই ১৮ বছরের বেশি বয়সী এক মহিলার হেফাজতের জন্য দায়ের করা একটি হেবিয়াস কর্পাস আবেদনের বিচার চলছে আদালতেঅভিযোগ করা হয়েছে, তিনি একজন বিবাহিত পুরুষের ঙ্গে পালিয়ে গিয়েছিলেন, যখন তার বাবা-মায়ের ঙ্গে থাকা উচিত ছিল

advertisement

মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন এবং প্রদীপ মিত্তলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মহিলা একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি কার সঙ্গে থাকতে চান, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন।

আরও পড়ুন: মোদির সভায় গেলেন না কেন? মঞ্চ থেকেই লকেটকে ফোন শমীকের! যা উত্তর পেলেন, শুনে চমকে যাবেন! এবার কি ‘দ্বিতীয়’ দিলীপ?

advertisement

আদালত বলেছে, ওই মহিলা যদি কারওঙ্গে থাকতে চা, সে ক্ষেত্রে এমন কোনও আইন নেই, যা তাকে ওই ব্যক্তির সঙ্গে থাকতে বাধা দেয় আদালত আরও বলেছে, যদি মহিলা সেই পুরুষটিরঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে কেবল তার প্রথম স্ত্রীই বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করতে পারবেন

advertisement

আদালত আরও পর্যেবক্ষণে জানিয়েছে,যুবতী যেহেতু তাঁর মা-বাবাকে ছেড়ে ওই ব্যক্তির সঙ্গে থাকতে চেয়েছে, তাই আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। ওই যুবতী নিজের ইচ্ছায় যার সঙ্গে পছন্দ, তার সঙ্গে থাকতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
High Court: বিবাহিত পুরুষের সঙ্গে প্রাপ্তবয়স্ক মহিলা সহবাস করতে পারেন? আইন কি বাধা দিতে পারে? হাইকোর্টের 'ঐতিহাসিক' পর্যেবক্ষণ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল