বুধবার মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ২০২০ সালে শ্রদ্ধা ওয়ালকারের চিঠির উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছিল পুলিশ৷ কিন্তু মামলা প্রত্যাহারের জন্য একটি লিখিত বিবৃতি দেওয়ায় এটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ডিসিপি সুহাস বাভাচে জানিয়েছেন, শ্রদ্ধা তাঁর লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন যে তাঁর এবং আফতাব পুনাওয়ালার মধ্যে বিরোধ মিটে গিয়েছে।
আরও পড়ুন: সবথেকে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে! বোমা ফাটালেন শুভেন্দু
advertisement
কী ছিল সেই অভিযোগপত্রে? শ্রদ্ধা লিখেছিলেন, আফতাব তাঁকে ছ’মাস ধরে শারীরিক নির্যাতন করছেন। হুমকি দিচ্ছেন। মারধরে আহত হওয়ার একটি ছবি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন শ্রদ্ধা৷ কাছের বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়া কথোপকথনেও উল্লেখ ছিল সে সবের। খুন হতে পারেন, কাটা হতে পারে টুকরো টুকরো করে৷ প্রতি মুহূর্তে এই ভয় গ্রাস করত তাঁকে৷ সত্যি হল সেটাই৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 9:25 AM IST