TRENDING:

Shraddha Murder Case: অভিযোগের ভিত্তিতে ২০২০তেই কেন তদন্ত শুরু করেনি পুলিশ? শ্রদ্ধা ওয়ালকার খুনে বেরিয়ে এল নতুন তথ্য

Last Updated:

বুধবার মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ২০২০ সালে শ্রদ্ধা ওয়ালকারের চিঠির উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছিল পুলিশ৷ কিন্তু মামলা প্রত্যাহারের জন্য একটি লিখিত বিবৃতি দেওয়ায় এটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি খুন হতে পারেন, তাঁকে খুন করতে পারেন তাঁর প্রেমিক তথা লিভ ইন সঙ্গী আফতাব- এমন আশঙ্কা দু’বছর আগেই প্রকাশ করেছিলেন শ্রদ্ধা৷ পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন৷ সত্যি হল সেটাই৷ তখন পদক্ষেপ করলে বাঁচানো যেত শ্রদ্ধা ওয়ালকরকে? প্রশ্ন উঠছে৷ শ্রদ্ধা ওয়ালকর খুনের তদন্তে নেমে দু-বছর আগের সেই অভিযোগপত্র দিল্লি পুলিশের হাতে এল। পুলিশ সূত্রে খবর, ভাসাই থানায় তাঁর লিভ-ইন সঙ্গী আফতাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শ্রদ্ধা। কেন সেই অভিযোদের ভিত্তিতে তদন্ত শুরু হয়নি? এবার তারই জবাব মিলল৷
advertisement

বুধবার মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, ২০২০ সালে শ্রদ্ধা ওয়ালকারের চিঠির উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছিল পুলিশ৷ কিন্তু মামলা প্রত্যাহারের জন্য একটি লিখিত বিবৃতি দেওয়ায় এটি মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। ডিসিপি সুহাস বাভাচে জানিয়েছেন, শ্রদ্ধা তাঁর লিখিত বিবৃতিতে জানিয়েছিলেন যে তাঁর এবং আফতাব পুনাওয়ালার মধ্যে বিরোধ মিটে গিয়েছে।

আরও পড়ুন: সবথেকে বড় চোর ধরা পড়বে ডিসেম্বরে! বোমা ফাটালেন শুভেন্দু

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কী ছিল সেই অভিযোগপত্রে? শ্রদ্ধা লিখেছিলেন, আফতাব তাঁকে ছ’মাস ধরে শারীরিক নির্যাতন করছেন। হুমকি দিচ্ছেন। মারধরে আহত হওয়ার একটি ছবি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন শ্রদ্ধা৷ কাছের বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়া কথোপকথনেও উল্লেখ ছিল সে সবের। খুন হতে পারেন, কাটা হতে পারে টুকরো টুকরো করে৷ প্রতি মুহূর্তে এই ভয় গ্রাস করত তাঁকে৷ সত্যি হল সেটাই৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Shraddha Murder Case: অভিযোগের ভিত্তিতে ২০২০তেই কেন তদন্ত শুরু করেনি পুলিশ? শ্রদ্ধা ওয়ালকার খুনে বেরিয়ে এল নতুন তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল