TRENDING:

Pune helicopter crash: প্রবল বৃষ্টির মধ্যে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার, ছিলেন চার জন আরোহী

Last Updated:

প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনা ঘটল নাকি কোনও যান্ত্রিক গোলযোগ থেকে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুনে: প্রবল বৃষ্টির মধ্যেই পুনেতে চার জন আরোহীকে নিয়ে ভেঙে পড়ল একটি বেসরকারি হেলিকপ্টার৷ হেলিকপ্টারটি হায়দ্রাবাদ থেকে মহারাষ্ট্রের জুহুতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে খবর৷ পুনের পৌড় গ্রামে চপারটি ভেঙে পড়ে বলে খবর৷
পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার৷
পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার৷
advertisement

জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে যাত্রী সহ মোট চার জন ছিলেন৷ তাঁদের মধ্যে তিন জনই বরাতজোরে বড় কোনও আঘাত পাননি৷ তবে হেলিকপ্টারটির ক্যাপ্টেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আরও পড়ুন: কীভাবে হয় পলিগ্রাফ টেস্ট, মিথ্যে বললেই ধরা পড়বেন সঞ্জয়-সন্দীপরা? জানুন গোটা প্রক্রিয়া

যে চারজন হেলিকপ্টারে ছিলেন তাঁদের নাম আনন্দ ক্যাপ্টেন, ডির ভাটিয়া, অমরদীপ সিং এবং এসপি রাম৷ এডব্লিউ ১৩৯ মডেলের হেলিকপ্টারে চড়ে তাঁরা জুহুর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে৷ এঁদের মধ্যে আনন্দ ক্যাপ্টেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

তবে প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনা ঘটল নাকি কোনও যান্ত্রিক গোলযোগ থেকে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Pune helicopter crash: প্রবল বৃষ্টির মধ্যে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার, ছিলেন চার জন আরোহী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল