TRENDING:

Delhi Flood: টানা বৃষ্টিতে অচল দিল্লি, ডুবল বাড়ি, বন্ধ স্কুল, জল-যন্ত্রণার ভিডিও ভাইরাল

Last Updated:

দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চল এখন প্রায় জলের তলায়। প্রচণ্ড গরম শেষে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বৃষ্টির প্রাবল্য ভয় ধরিয়েছে দিল্লিবাসীর মনে। অত্যধিক বর্ষণের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা শহর, অনিয়মিত হয়ে পড়েছে উড়ান চলাচল, বন্ধ হয়ে গিয়েছে স্কুল-সহ নানা প্রতিষ্ঠান। এরমাঝেই নিজেদের এই সমস্যার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লি এবং উত্তরাখণ্ড-সহ বিস্তীর্ণ জায়গায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বুধবারের ভারী বর্ষণে ইতিমধ্যেই অচল হয়ে পড়েছে দেশের রাজধানী। জায়গায় জায়গায় জল জমে থমকে গিয়েছে শহরের যানবাহন। মন্থর ট্রাফিকে ত্রাহি রব চারিদিকে। এমনই কিছু ভিডিও তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।
ভারী বর্ষণে জলের তলায় দিল্লি
ভারী বর্ষণে জলের তলায় দিল্লি
advertisement

দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চল এখন প্রায় জলের তলায়। প্রচণ্ড গরম শেষে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বৃষ্টির প্রাবল্য ভয় ধরিয়েছে দিল্লিবাসীর মনে। অত্যধিক বর্ষণের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা শহর, অনিয়মিত হয়ে পড়েছে উড়ান চলাচল, বন্ধ হয়ে গিয়েছে স্কুল-সহ নানা প্রতিষ্ঠান।

এরমাঝেই নিজেদের এই সমস্যার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।

advertisement

দক্ষিণ দিল্লির রিং রোডের এক বাসিন্দা যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জলমগ্ন হয়ে কিভাবে তা ট্রাফিকে স্তব্ধ করে দিয়েছে

আবার আরও একজন দিল্লির করোল বাগের ভিডিও তুলে ধরেন। সেখানে দেখা যায় বাড়ির সামনে জল জমে থাকতে। তিনি লেখেন, “মাত্র কুড়ি মিনিটের বৃষ্টিতে এই হাল দিল্লির করোল বাগের।”

এরমাঝেই একজন ভিডিও পোস্ট করেন পার্লামেন্টে জলমগ্ন হওয়ার।

advertisement

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আগামি ৫ই অগাস্ট পর্যন্ত দিল্লি সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছে। ফলে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে দিল্লিবাসীর।

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Flood: টানা বৃষ্টিতে অচল দিল্লি, ডুবল বাড়ি, বন্ধ স্কুল, জল-যন্ত্রণার ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল