দিল্লি এবং সংলগ্ন এনসিআর অঞ্চল এখন প্রায় জলের তলায়। প্রচণ্ড গরম শেষে এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও বৃষ্টির প্রাবল্য ভয় ধরিয়েছে দিল্লিবাসীর মনে। অত্যধিক বর্ষণের জেরে থমকে গিয়েছে প্রায় গোটা শহর, অনিয়মিত হয়ে পড়েছে উড়ান চলাচল, বন্ধ হয়ে গিয়েছে স্কুল-সহ নানা প্রতিষ্ঠান।
এরমাঝেই নিজেদের এই সমস্যার ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দিল্লির বাসিন্দারা।
advertisement
দক্ষিণ দিল্লির রিং রোডের এক বাসিন্দা যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জলমগ্ন হয়ে কিভাবে তা ট্রাফিকে স্তব্ধ করে দিয়েছে
আবার আরও একজন দিল্লির করোল বাগের ভিডিও তুলে ধরেন। সেখানে দেখা যায় বাড়ির সামনে জল জমে থাকতে। তিনি লেখেন, “মাত্র কুড়ি মিনিটের বৃষ্টিতে এই হাল দিল্লির করোল বাগের।”
এরমাঝেই একজন ভিডিও পোস্ট করেন পার্লামেন্টে জলমগ্ন হওয়ার।
ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে আগামি ৫ই অগাস্ট পর্যন্ত দিল্লি সংলগ্ন অঞ্চলে প্রবল বৃষ্টি হওয়ার সতর্কতা জারি করেছে। ফলে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে দিল্লিবাসীর।