TRENDING:

Delhi Torrential Rain: দিল্লিতে দাপটে বৃষ্টি! জারি রেড অ্যালার্ট, ছেলেকে নিয়ে নর্দমায় ডুবল মা, একাধিক মৃত্যু

Last Updated:

গত বুধবার দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি৷ পূর্বাভাস বলছে পরবর্তী ২৪ ঘণ্টায় নর্থ দিল্লি, সেন্ট্রাল দিল্লি, নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, সাউথ-ইস্ট দিল্লি, ইস্ট দিল্লি এবং এনসিআর এলাকায় ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি৷ রাজধানীর গাজিপুরে জলমগ্ন নর্দমায় ডুবে মৃত্যু হয়েছে এক ২২ বছরের তরুণী এবং তাঁর শিশুর৷ পৃথক ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন৷ ভারী বৃষ্টিতে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর পথঘাট৷ রাস্তা না নদী আলাদা করে বোঝা অসম্ভব৷
advertisement

পুলিশ জানিয়েছে, গত বুধবার গাজিপুর এলাকার খোদা কলোনির কাছে জলমগ্ন নর্দমায় ডুবে ২২ বছরের এক তরুণী তনুজা ও তাঁর তিন বছরের ছেলে প্রিয়াংশের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ছেলেকে নিয়ে সাপ্তাহিক বাজারে গিয়েছিলেন তনুজা৷ সেখান থেকে ফেরার পথে ৮টার নাগাদ তাঁরা পিছলে জলমগ্ন ড্রেনে পড়ে যান। পরে ডুবুরি ও ক্রেনের সাহায্যে তাঁদের বের করে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

advertisement

শুধু তাই নয়৷ বুধবার রাত ১০টার দিকে গুরুগ্রামের ইফকো চক মেট্রো স্টেশনের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন তিনজন। পুলিশ জানিয়েছে,  “ ওই এলাকায় জল জমে ছিল৷ তার উপরে ভেঙে পড়েছিল একটি গাছ৷ তাতে ছিঁড়ে যায় বৈদ্যুতিক তারও। জমা জলে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিশ নিহতদের মরদেহ হাসপাতালে পাঠিয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: রাজ্যের এক্তিয়ারে কেন্দ্রের হস্তক্ষেপ! ন্যায় সংহিতা আলোচনায় বিধানসভায় চন্দ্রিমা ভট্টাচার্য

এমন পরিস্থিতিতে দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে দিল্লি প্রশাসন৷ দিল্লির শিক্ষামন্ত্রী অতিসি গত বুধবার গভীর রাতে ঘোষণা করেন, বৃহস্পতিবার দিল্লির সমস্ত স্কুল বন্ধ থাকবে৷ সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি জানান, ‘প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে আগামী ১ অগাস্ট সরকারি এবং বেসরকারি উভয় স্কুলই বন্ধ থাকবে’৷

advertisement

গত বুধবার দিল্লিতে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি৷ পূর্বাভাস বলছে পরবর্তী ২৪ ঘণ্টায় নর্থ দিল্লি, সেন্ট্রাল দিল্লি, নয়াদিল্লি, দক্ষিণ দিল্লি, সাউথ-ইস্ট দিল্লি, ইস্ট দিল্লি এবং এনসিআর এলাকায় ভারী থেকে অতিভারী, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷

advertisement

আরও পড়ুন: দিল্লি থেকে ফিরেই ঘরের কাজে জোর! ১০ অগাস্টের বৈঠক ঘিরে তোড়জোড়, বড় সিদ্ধান্ত নিতে পারেন অভিষেক

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বৃষ্টির এই স্পেল আগামী ৫ অগাস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ ইতিমধ্যেই বাতিল হয়েছে বহু বিমান৷ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে প্রশাসন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Torrential Rain: দিল্লিতে দাপটে বৃষ্টি! জারি রেড অ্যালার্ট, ছেলেকে নিয়ে নর্দমায় ডুবল মা, একাধিক মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল