আরও পড়ুন: স্নাতক পাশ হলেই এবার স্কুলে পড়ানোর সুযোগ পাবেন যুবক-যুবতীরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
কর্ণাটকের চামারানগর জেলার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক বি মহাগেশ্বরা স্বামী ৷ প্রতিদিন সকালে স্কুলে এসে তাঁর প্রধান কাজ শৌচালয় পরিষ্কার করা ৷ কিন্তু স্কুলের প্রধান শিক্ষক হয়ে কেন এমন কাজ করেন তিনি ? জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, স্কুলে আসার প্রতি যাদে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ে ৷ সেই কারণেই এমন কাজ করেন তিনি ৷ পাশাপাশি তিনি এও বিশ্বাস করেন যে, প্রতিটি মানুষেরই বেসিক কাজ হওয়া উচিত তাঁর আশেপাশের সমস্ত কিছু পরিষ্কার রাখা ৷
advertisement
মহাগেশ্বরা জানান, এই কাজটি তিনি নতুন করছেন না ৷ গত ৮ বছর ধরেই তিনি এই কাজটি করেন ৷ এটি তাঁর কাছে কোনও কাজের বোঝা নয় ৷ তিনি এই সামাজিক কাজটি করেন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ৷ তাই প্রচারের আলোতে আসতে চান না তিনি ৷