TRENDING:

নয়ডায় নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, চাঞ্চল্যকর ঘটনা

Last Updated:

নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। নয়ডার সেক্টর ১০৮ এলাকার একটি নর্দমায় দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল‍্য দেশজুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ। নয়ডার সেক্টর ১০৮ এলাকার একটি নর্দমায় দেহ উদ্ধারের পর থেকেই চাঞ্চল‍্য দেশজুড়ে। পাশাপাশি রিপোর্টে দাবি, মহিলার দুটি হাতের তালুও কাটা ছিল।
নর্দমা থেকে উদ্ধার মহিলার মাথাহীন, নগ্ন দেহ! হাতের তালু কাটা? নয়ডায় শিহরণ জাগানো ঘটনা
নর্দমা থেকে উদ্ধার মহিলার মাথাহীন, নগ্ন দেহ! হাতের তালু কাটা? নয়ডায় শিহরণ জাগানো ঘটনা
advertisement

সূত্রের খবর অনুযায়ী, মহিলার পরিচয় সম্বন্ধে এখনও কিছুই জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতারও করা হয় নি। পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে মহিলাকে। ইতিমধ‍্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটিকেও ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: গিজার নাকি হিটিং রড! সস্তায় গরম জল পেতে কোনটি ব্যবহার করবেন? কমে যাবে বিদ্যুতের খরচ, শীত পড়ার আগেই বিশদে জেনে নিন

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত করার জন্য ইতিমধ্যে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে৷ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ৷ তদন্তের স্বার্থে আশপাশের সিসিটিভি ভিডিওগুলি স্ক্যান করা হয়েছে৷

আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? মুত্রের রং…এই কয়েকটি লক্ষণ দেখলে সতর্ক হয়ে যান, শরীরে দানা বাঁধছে মারাত্মক রোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে শুরু, ১৭০ বছর ধরে লক্ষ মানুষের রোজগার ও যাতায়াতের ঠিকানা বর্ধমানের জংশন
আরও দেখুন

অন্যদিকে একটি পৃথক ঘটনায় সোমবার গৌতম বুদ্ধ নগর জেলার সেক্টর ৬৩ এলাকার ছোটপুর কলোনিতে তাদের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস শ্বাস নেওয়ার পরে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
নয়ডায় নর্দমা থেকে উদ্ধার মহিলার মুণ্ডহীন, নগ্ন দেহ! হাতের তালু আড়াআড়ি কাটা, চাঞ্চল্যকর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল