TRENDING:

সক্রিয় রাজনীতিতে ফিরতে মুখ্যমন্ত্রী মুখ হতে চান নভজ্যোত সিং সিধু! তবে কি কংগ্রেস ত্যাগ? সিধু পত্নীর মন্তব্যে বাড়ছে জল্পনা

Last Updated:

তিনি এখনও কংগ্রেস নেতা থাকলেও দীর্ঘকাল যাবত তাঁকে কংগ্রেসের ধারে কাছে ঘেঁষতে দেখা যায়নি। কথা হচ্ছে নভজ্যোত সিং সিধুর। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঞ্জাব: তিনি এখনও কংগ্রেস নেতা থাকলেও দীর্ঘকাল যাবত তাঁকে কংগ্রেসের ধারে কাছে ঘেঁষতে দেখা যায়নি। কথা হচ্ছে নভজ্যোত সিং সিধুর। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। চলছিল জোর জল্পনা। এবারে তা নিয়েই মুখ খুললেন তাঁর স্ত্রী নভজ্যোত কৌর। তিনি জানালেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ করা হলে তবেই ফের সক্রিয় রাজনীতিতে আসবেন এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আর নভজ্যোত পত্নীর এমন মন্তব্যের পরেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। প্রশ্ন উঠেছে, তবে কি কংগ্রেস সঙ্গ ত্যাগ করতে চলেছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা?
কী বললেন সিধু পত্নী?
কী বললেন সিধু পত্নী?
advertisement

এদিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিধুর রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সিধুর পত্নী জানান, কংগ্রেস এবং গান্ধী পরিবারের সঙ্গে আবেগের সম্পর্ক রয়েছে সিধুর। তবে দলে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাঁকে অনেক সময়েই পিছনের সারিতে রাখা হয়েছে।”

এই অবস্থায় কৌর স্পষ্টভাবেই বলেন, “যদি কোনও রাজনৈতিক দল আমাদের দায়িত্ব নেয় তবে আমরা পাঞ্জাবকে আবার সোনার রাজ্য হিসাবে গড়ে তুলতে পারি। কংগ্রেস যদি তাঁকে মুখ্যমন্ত্রী করে, তবেই তিনি সক্রিয় রাজনীতি ফিরবেন। অন্যথায় তিনি নিজের জীবনে সুখী”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুকুটমণিপুরে ভূত? আসল গল্প জানতে পারবেন বড়দিনে, কী ঘটছে জানলে হা হবেন!
আরও দেখুন

সিধু পত্নীর এই মন্তব্যে উঠে এসেছে পাঞ্জাব কংগ্রেসে চলতে থাকা বেলাগাম গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তিনি বলেন, “পাঞ্জাব কংগ্রেসের ৫জন নেতা বর্তমানে মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে রয়েছেন। তাঁরা নিজেরাই নিজের দলের বিরুদ্ধে কাজ করছে।” এই নেতারাই সিধুর অগ্রগতির পথে মূল বাধা।”

বাংলা খবর/ খবর/দেশ/
সক্রিয় রাজনীতিতে ফিরতে মুখ্যমন্ত্রী মুখ হতে চান নভজ্যোত সিং সিধু! তবে কি কংগ্রেস ত্যাগ? সিধু পত্নীর মন্তব্যে বাড়ছে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল