TRENDING:

Hathras stampede: ভক্তদের কী দেওয়া হত বাবার সৎসঙ্গে, কীসের আশায় ভিড়? পলাতক হাথরসের ধর্মগুরু

Last Updated:

মঙ্গলবারও সৎসঙ্গে আশেপাশের গ্রাম এমন কি অন্যান্য রাজ্য থেকেও বাবার ভক্তরা ভিড় জমিয়েছিলেন৷ সৎসঙ্গগুলিতে ভক্তদের খাওয়া দাওয়ার আয়োজন করতেন বাবার অনুগামীরাই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাথরস: উত্তর প্রদেশের হাথরসে সৎসঙ্গে যোগ দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬৷ মৃতদের মধ্যে রয়েছে সাতটি শিশুও৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে ওই সৎসঙ্গের অনুষ্ঠানে প্রায় ৮০ হাজার মানুষের ভিড় হয়েছিল৷ অতিরিক্ত ভিড়ের কারণেই হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে৷ প্রাথমিক ভাবে এমনই জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ৷
হাথরসের অভিযুক্ত ধর্মগুরু ভোলে বাবা ওরফে বিশ্ব হরি৷
হাথরসের অভিযুক্ত ধর্মগুরু ভোলে বাবা ওরফে বিশ্ব হরি৷
advertisement

উত্তর প্রদেশ সহ দিল্লি, রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যগুলিতে বহু দিন ধরে জনপ্রিয় স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা ওরফে বিশ্ব হরি৷ হাথরস, আলিগড়ের বিভিন্ন জায়গায় প্রত্যেক মঙ্গলবার এমন সৎসঙ্গের আয়োজন করতেন তাঁর অনুগামীরা৷ সেখানে উপস্থিত থাকতেন ওই ধর্মগুরু৷

আরও পড়ুন: হাথরসে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬! যোগীকে ফোন করলেন মোদি

advertisement

জানা গিয়েছে, প্রায় ২৬ বছর আগে সরকারি চাকরি ছেডে় ধর্মগুরু হিসেবে প্রচার শুরু করেন ভোলে বাবা ওরফে বিশ্ব হরি৷ তাঁর এই সৎসঙ্গগুলিতে ভক্তদের একটি বিশেষ জল দেওয়া হত৷ বাবার দাবি ছিল, এই জল পান করলেই ভক্তদের যাবতীয় সমস্যার সমাধান হবে৷ স্থানীয়রা বলছেন, এই জল পাওয়ার আশাতেই বাবার আয়োজিত সৎসঙ্গে এত বিপুল সংখ্যক মানুষের ভিড় হত৷ মঙ্গলবার যার পরিণাম দাঁড়াল মর্মান্তিক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মঙ্গলবারও সৎসঙ্গে আশেপাশের গ্রাম এমন কি অন্যান্য রাজ্য থেকেও বাবার ভক্তরা ভিড় জমিয়েছিলেন৷ সৎসঙ্গগুলিতে ভক্তদের খাওয়া দাওয়ার আয়োজন করতেন বাবার অনুগামীরাই৷ এ দিন সৎসঙ্গ শেষ হতেই হুড়োহুড়ি করে একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করেন মানুষ৷ তখনই একজনের উপরে আর একজন পড়ে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে৷ পুলিশকর্মীর সংখ্যা কম থাকায় এবং পরিকল্পনাহীন ভাবে অনুষ্ঠান আয়োজন করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Hathras stampede: ভক্তদের কী দেওয়া হত বাবার সৎসঙ্গে, কীসের আশায় ভিড়? পলাতক হাথরসের ধর্মগুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল