TRENDING:

Haryana Fog: ঘন কুয়াশায় মৃত্যু-ফাঁদ হরিয়ানার রাজপথ, জাতীয় সড়কে পরপর বাস–গাড়ির ভয়াবহ সংঘর্ষ

Last Updated:

Haryana Fog: ঘন কুয়াশার জেরে রবিবার ভোরে হরিয়ানার একাধিক জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় দুই জায়গায় বড়সড় গাড়ির সারি ধাক্কার ঘটনা ঘটে, যার ফলে বহু যাত্রী আটকে পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিয়ানা: ঘন কুয়াশার জেরে রবিবার ভোরে হরিয়ানার একাধিক জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় দুই জায়গায় বড়সড় গাড়ির সারি ধাক্কার ঘটনা ঘটে, যার ফলে বহু যাত্রী আটকে পড়েন।
News18
News18
advertisement

হিসারের ধিকতানা মোড়ে জাতীয় সড়ক ৫২-এ সকাল প্রায় ৮টা নাগাদ একটি চেন দুর্ঘটনা ঘটে। হরিয়ানা রোডওয়েজের দুটি বাস, একটি ডাম্পার ট্রাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল পরপর ধাক্কা খায়। জাতীয় সংবাদমাধ‍্যমের সূত্রে খবর, প্রথমে কৈথাল রোডওয়েজের একটি বাস সামনে থাকা ডাম্পার ট্রাকটিকে ধাক্কা মারে। এরপর পিছন দিক থেকে আসা আরেকটি রাজ্য পরিবহণের বাস ধাক্কা দেয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিতে। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

advertisement

আরও পড়ুনঃ ৩০–৪০ বয়সেই সাদা চুল? রঙ নয়, তেলেই সমাধান! এখনই জেনে নিন প্রাকৃতিক যত্নের উপায়

দুর্ঘটনায় শতাধিক যাত্রী আটকে পড়লেও প্রশাসন সূত্রে জানা গেছে, অধিকাংশই অক্ষত রয়েছেন। শুধুমাত্র মোটরসাইকেল আরোহী আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রেওয়ারির জাতীয় সড়ক ৩৫২-এ কম দৃশ্যমানতার কারণে তিন থেকে চারটি বাসের মধ্যে ধাক্কা লাগে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হরিয়ানায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। বহু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এর ফলে ঘন কুয়াশা তৈরি হওয়ায় রাজ্যজুড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Fog: ঘন কুয়াশায় মৃত্যু-ফাঁদ হরিয়ানার রাজপথ, জাতীয় সড়কে পরপর বাস–গাড়ির ভয়াবহ সংঘর্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল