ডাক্তারদের উপর নিগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লেখেছেন, 'দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার নিগ্রহের রিপোর্ট এসেছে৷ সামগ্রিক পরিস্থিতি ও ডাক্তারদের কর্মবিরতিতে আমি উদ্বিগ্ন৷ এর জেরে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বড় ক্ষতি হচ্ছে৷' এই অচলাবস্থ বন্ধ করা ও ভবিষ্যতে যাতে ডাক্তার নিগ্রহ না হয়, তার জন্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের কঠোর হতে বললেন হর্ষ বর্ধন৷ তিনি লিখছেন, 'আমাদের দেশের ডাক্তাররা বিশ্বের সেরা ডাক্তারদের মধ্যে গণ্য হন৷ তাঁরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন৷ নানা চাপের পরিস্থিতিতে৷ বিপুল সংখ্যক রোগীর চিকিত্সা করেন৷ তাই তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্যের দায়িত্ব৷'
advertisement
চিকিৎসকদের আন্দোলনের জেরে বাংলায় যে স্বাস্থ্য-সঙ্কট দেখা দিয়েছে, তার জন্য শুক্রবার দুপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘাড়ে দায় চাপিয়েছিলেন হর্ষ বর্ধন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির জন্যই চিকিৎসকেরা নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে অভিযোগ করেন তিনি। তার পরেই মমতার উদ্দেশে চিঠি লেখেন হর্ষ বর্ধন। তাতে তিনি লেখেন, 'এনআরএস-এ ডাক্তারদের উপর হামলা এবং তা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আপনাকে চিঠি লিখছি। আপনি নিশ্চয়ই জানেন যে, দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছেন রেসিডেন্ট ডাক্তাররা। ওপিডি পরিষেবা দিচ্ছেন না। এতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং দেশের স্বাস্থ্য পরিষেবার উপর মারাত্মক প্রভাব পড়েছে।'