তিন বছর আগে ২০১৫ সালে ২৩ জুলাই মেহসনা জেলার বিশনগরে প্যাটেলদের জন্য সংরক্ষণের আন্দোলন চলছিল ও তখনি হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । হার্দিকের বিরুদ্ধে দাঙ্গা ছড়ানোর অভিযোগও ওঠে । ওই সময়ই বিজেপি বিধায়ক হৃষিকেশ প্যাটেলের অফিসে হামলা চালায় একদল আন্দোলনকারি ।
একাধিকবার নানান টুইটে বিজেপি সরকারকে আক্রমণ করেছেন হার্দিক । তাঁর দাবি সামাজিক ন্যায়ের দাবিতে আন্দোলন করা যদি একটি অপরাধ হয়, তাহলে তিনি অপরাধীই । তিনি জানিয়েছেন প্যাটেলদের সংরক্ষণের দাবিতে আন্দোলন তিনি চালিয়ে যাবেন, বিজেপি সরকার তাঁকে থামাতে পারবে না ।
advertisement
Location :
First Published :
July 25, 2018 4:10 PM IST