৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে হংশিকা শুক্লা ও করিশ্মা অরোরা ৷ হংশিকা ডিপিএস, মেরঠ রোড গাজিয়াবাদের চাত্রী, অন্যদিকে করিশ্মা অরোরা, মুজফ্ফরনগর এসডি পাবলিক স্কুলের ছাত্রী ৷
কলাবিভাগের ছাত্রী হংসিকা শুধুমাত্র ইংরেজিতেই পুরো নম্বরের বদলে ৯৯ নম্বর পেয়েছে ৷ বাকি সমস্ত বিষয়ে ১০০-এ ১০০ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে ডিপিএস-এর এই প্রতিভাবান ছাত্রী ৷ ১৩ লাখ পড়ুয়াকে পিছনে ফেলে প্রথম হয়েছেন হংসিকা ও করিশ্মা ৷ সিবিএসই টপার হংসিকা জানিয়েছেন, সাইকোলজি অনার্স নিয়ে স্নাতক করার ইচ্ছা রয়েছে তার ৷ হংসিকা তাঁর এই সাফল্যের সমস্ত কৃতিত্বই দিয়েছেন তাঁর শিক্ষকদের ৷ স্কুলের শিক্ষক ছাড়া হংসিকার কোনও প্রাইভেট টিউটর ছিল না ৷
advertisement
চলতি বছরে CBSE-এর দশম ও দ্বাদশ শ্রেণীতে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যা ছিল ৩১১৪৮২১ যাদের মধ্যে ২৮ জন ট্রান্সজেন্ডার ৷ cbseresults.nic.in এর পাশাপাশি cbse.examresults.net, cbseresults.nic.in and results.gov.in. ওয়েবসাইটগুলিতেও রেজাল্ট দেখা যাবে ৷