TRENDING:

পাম্পোরে হামলার মূল চক্রী LET প্রধান হাফিজ সইদের জামাই

Last Updated:

কাশ্মীরের পাম্পোরে সিআরপিএফ কনভয়ে হামলার মূল চক্রী লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের জামাই খালিদ ৷ তার দুই ডেপুটি হাজলা আদনান ও সাজিদ জাট হামলায় যুক্ত দুই জঙ্গির হ্যান্ডলার ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: কাশ্মীরের পাম্পোরে সিআরপিএফ কনভয়ে হামলার মূল চক্রী লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের জামাই খালিদ ৷ তার দুই ডেপুটি হাজলা আদনান ও সাজিদ জাট হামলায় যুক্ত দুই জঙ্গির হ্যান্ডলার ছিল।
advertisement

জম্মু কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে তদন্তে তাদের হাতে উঠে এসেছে এমন কিছু তথ্য প্রমান যাতে এটা স্পষ্ট যে শনিবারের হামলায় পাকিস্তানের সরাসরি যোগ ছিল ৷

লস্কর ই তৈবার জঙ্গি মহম্মদ নাভিদ যাকে গত বছর অগাস্টের ৫ তারিখ বিএসএফ কনভয়ের উপর হামলা চালানোর সময় গ্রেফতার করা হয় তারই হ্যান্ডলার ছিল হাজলা ও সাজিদ ৷

advertisement

সূত্রের খবর, ভারতে নাশকতা ছড়ানো জন্য খালিদকে নিজের হাতেই প্রশিক্ষণ দিয়েছেন হাফিজ সইদ ৷

গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের বিশ্বাস যে খালিদ যিনি দীর্ঘদিন জামাত-উদ-দাওয়ার সঙ্গে যুক্ত ছিলেন এখন LET- র জঙ্গি কার্যকলাপে নেতৃতের দায়িত্বে রয়েছেন ৷’

শনিবার পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷ তবে ভারতীয় সেনার পাল্টা হামলায় মারা গিয়েছে দুই জঙ্গি ৷ এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা ৷

advertisement

ভারতীয় সেনা সূত্র খবর, ঘটনার দিন  বিকেলে ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে ফেরার পথে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পাম্পোরের ফিস্টবল এলাকায় আচমকাই CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

জঙ্গিদের চালানো অবিরাম গুলিতে নিহত হন আট আধাসামরিক জওয়ান এবং আহত হন বহু ৷ ঘটনার আকস্মিকতা সামলে উঠে পাল্টা আঘাত হানেন ভারতীয় জওয়ানরা ৷ জওয়ানদের পাল্টা আক্রমণে মারা যায় দুই জঙ্গি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরে হামলার মূল চক্রী LET প্রধান হাফিজ সইদের জামাই