TRENDING:

Indigo Flight Emergency Landing: জ্বালানি প্রায় শেষ, মে ডে ঘোষণা করলেন দুই পাইলট! সেই বৃহস্পতিবারেই বড় বিপদে ইন্ডিগো-র বিমান

Last Updated:
advertisement
আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা৷ তার মধ্যেই অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেল ইন্ডিগো-র একটি বিমান৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো-র এই বিমানটি গুয়াহাটি থেকে চেন্নাই যাচ্ছিল৷ মাঝপথে বিপত্তি দেখা দেওয়ায় বিমানটি বেঙ্গালুরুতে জরুরি অবতরণ করে৷ পরিস্থিতি এমনই দাঁড়ায় যে বিমান চালক মে ডে বলে এটিসি-কে সতর্কও করেন৷ শেষ পর্যন্ত অবশ্য নির্বিঘ্নেই বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে৷
বেঙ্গালুরুতে বিপদে ইন্ডিগো-র বিমান৷
বেঙ্গালুরুতে বিপদে ইন্ডিগো-র বিমান৷
advertisement

গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে৷ ঠিক তার এক সপ্তাহ আগে, গত ১২ জুন আহমেদাবাদে ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বিমান৷ ভয়াবহ সেই দুর্ঘটনায় একজন যাত্রী বাদে বিমানে থাকা প্রত্যেকেরই বেঙ্গালুরুর ঘটনার পরে ইন্ডিগো-র দুই পাইলটকে আপাতত বসিয়ে দেওয়া হয়েছে৷

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইন্ডিগো-র এই বিমানটিতে জ্বালানিও প্রায় ফুরিয়ে এসেছিল৷ ফলে যে কোনওভাবে বিমানটিকে বেঙ্গালুরুতে অবতরণ করানোর চেষ্টা করেন দুই পাইলট৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই চালকের কাছ থেকে জরুরি অবতরণের আবেদন আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় বেঙ্গালুরু বিমানবন্দর কর্তৃপক্ষ৷ রানওয়ের পাশে তৈরি রাখা হয় দমকল এবং মেডিক্যাল টিম৷ শেষ পর্যন্ত রাত ৮.২০ মিনিটে বিমানটি নিরাপদে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে অবতরণ করে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Flight Emergency Landing: জ্বালানি প্রায় শেষ, মে ডে ঘোষণা করলেন দুই পাইলট! সেই বৃহস্পতিবারেই বড় বিপদে ইন্ডিগো-র বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল