TRENDING:

Guwahati-NJP Vande Bharat Express: আজ অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Last Updated:

Guwahati-New Jalpaiguri Vande Bharat Express: আজ, অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: অসম ও উত্তর পূর্বাঞ্চলের মানুষদের জন্য ২৯ মে, ২০২৩ তারিখটি এক ঐতিহাসিক দিন হয়ে উঠতে চলেছে। আজ, অন্যান্য প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী নতুন করে ১৮২ কিমি বৈদ্যুতিকীকরণ সেকশনের পাশাপাশি অসমের লামডিঙে নব নির্মিত ডেমু/মেমু শেডেরও উদ্বোধন করবেন।
advertisement

অসমে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেসের আগমনের সঙ্গে সঙ্গে উত্তর পূর্বাঞ্চল তথা নির্দিষ্টভাবে অসমের জনগণ দ্রুত ও আরামদায়ক রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত, তাই উত্তর পূর্বাঞ্চলের যাত্রীরা ভ্রমণের সময় পার্থক্য ভালভাবেই বুঝতে পারবেন বলে মনে করা হচ্ছে ৷

advertisement

আরও পড়ুন– ৬০-এর পাল্টা ৯০ দিন! অভিষেকের নবজোয়ারের পথে এবার বঙ্গ বিজেপির জনসম্পর্ক অভিযান, কী পরিকল্পনা পদ্ম শিবিরের?

ট্রেনটি অসমের কামরূপ মেট্রোপলিটান, কামরূপ রুরাল, নলবাড়ি, বরপেটা, চিরাং, কোকরাঝাড় জেলা ও উত্তর বঙ্গরে আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও জলপাইগুড়ি জেলা হয়ে অতিক্রম করবে। এই বৃহৎ অঞ্চলের সাধারণ মানুষ আরামদায়কভাবে আধুনিক রেল ভ্রমণের সুবিধা পেতে চলেছেন। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি সেকশনের দ্রুততম ট্রেনের মাধ্যমে বিদ্যমান ভ্রমণের সময় প্রায় এক ঘণ্টা কম হবে। বিভিন্ন গোষ্ঠীর মানুষ এই সুবিধা লাভ করবেন। এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বিশালভাবে উপকৃত হবে।

advertisement

আরও পড়ুন- শীঘ্রই দুবাইয়ের মুকুটে নয়া পালক! প্রকাশ্যে এল বিশ্বের বৃহত্তম রেসিডেন্সিয়াল টাওয়ারের ঝলক!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

০২২২৮ (গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী যাত্রা আজ, সোমবার ২৯ মে, ২০২৩ দুপুর ১২টায় গুয়াহাটি থেকে শুরু হবে এবং নিউ জলপাইগুড়িতে সন্ধ্যা ৬টায় পৌঁছবে। ট্রেনটি কামাখ্যা, রঙিয়া জংশন, নলবাড়ি, বিজনি, নিউ বঙাইগাঁও, কোকরাঝাড়, ফকিরাগ্রাম জংশন নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার ও ধুপগুড়িতে থামবে। প্রধানমন্ত্রী ৯১.০৩ কিমি লম্বা নিউ বঙাইগাঁও-দুধনৈ-মেন্দিপাথার নতুন বৈদ্যুতিকীকরণ সেকশনটিরও উদ্বোধন করবেন। এই সেকশনের বৈদ্যুতিকীকরণ হওয়ার ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেনগুলি এখন থেকে ইলেকট্রিক ট্র্যাকশনের সঙ্গে মেঘালয়ে প্রবেশ করতে পারবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Guwahati-NJP Vande Bharat Express: আজ অসম থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল