TRENDING:

Indian Railway: এবার আরও আরামদায়ক হবে রেলযাত্রা! বিশেষ এই কোচের দৌলতে যাত্রাও হবে নিরাপদ

Last Updated:

যাত্রীদের জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে ট্রেন নম্বর ১৫৬৩৪/১৫৬৩৩ (গুয়াহাটি-বিকানের-গুয়াহাটি) সাপ্তাহিক এক্সপ্রেসের কোচগুলি আধুনিক এলএইচবি (লিংকে হফমেন বুশ) কোচে রূপান্তর করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অসম:  যাত্রীদের জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে ট্রেন নম্বর ১৫৬৩৪/১৫৬৩৩ (গুয়াহাটি-বিকানের-গুয়াহাটি) সাপ্তাহিক এক্সপ্রেসের কোচগুলি আধুনিক এলএইচবি (লিংকে হফমেন বুশ) কোচে রূপান্তর করা হয়েছে। অসম সরকারের পরিবহণ, আবগারী ও মৎস্য পালন মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে এলএইচবি রেকের এই ট্রেনটির শুভ সূচনা করেন।
advertisement

এই অনুষ্ঠানে মুখ্য কার্যালয় ও ডিভিশন থেকে বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।নতুন করে রূপান্তরিতত এলএইচবি ট্রেন নং. ১৫৬৩৪ (গুয়াহাটি-বিকানের জং.) এক্সপ্রেসটি গুয়াহাটি থেকে প্রত্যেক শনিবারে ১০.৪০ ঘণ্টায় রওনা দেবে এবং ট্রেন নং. ১৫৬৩৩ (বিকানের জং.-গুয়াহাটি) এক্সপ্রেসটি ০৪ অক্টোবর, ২০২৩ তারিখ থেকে বিকানের জং. থেকে প্রত্যেক বুধবারে ১০.৪০ ঘণ্টায় পাড়ি দেবে। ট্রেনটি ৪৩ ঘণ্টায় ২৩২৮ কিমি দূরত্ব অতিক্রম করবে।

advertisement

আরও পড়ুন: শনিবার থেকে শুরু নাট্যোৎসব! থাকবে ১৬ টি নাটক, জানান ব্রাত্য বসু

যাত্রা পথে ট্রেনটি কামাখ্যা, নিউ বঙাইগাঁও জং., নিউ আলিপুরদুয়ার জং., নিউ জলপাইগুড়়ি জং., কাটিহার জং., মোকামা, কানপুর সেন্ট্রাল, আগ্রা ফোর্ট, জয়পুর জং., দেগানা জং., মিরতা রোড হয়ে চলাচল করবে।ট্রেনটিতে ১টি এসি ২ টিয়ার, ৫টি এসি ৩ টিয়ার, ১২টি স্লিপার, ১টি সেকেন্ড  ক্লাস ও ১টি প্যান্ট্রি কারের পাশাপাশি ২টি পাওয়ার কার সহ ২২টি এলএইচবি ডিজাইনের কোচ থাকবে।

advertisement

আরও পড়ুন: সেজে উঠছে ডিমাপুর-কোহিমা, নাগাল্যান্ড পেতে চলেছে প্রথম পাঁচতারা হোটেল

সুরক্ষার দিক থেকে দেখতে গেলেও এতে যাত্রা নিরাপদ হবে। যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি-সহ এলএইচবি কোচগুলি আরও প্রশস্ত ও আরামদায়ক হওয়ায় নানান সুবিধা রয়েছে। হাইড্রোলিক শক অ্যাবজর্বার ও উন্নত সাসপেনশন সিস্টেম থাকায় এলএইচবি কোচগুলি সাধারণ রেকগুলির তুলনায় উন্নতমানের, এটি যাত্রীদের আরামদায়ক যাত্রার অনুভূতি দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রত্যেকটি কোচে “মডিউলার ইন্টারিওর” রয়েছে, যা সিলিং ও লাগেজ রেক এবং প্রশস্ত জানালার সুবিধা দেবে। প্রত্যেকটি এলএইচবি কোচে কন্ট্রোল ডিসচার্জ বাথরুম সিস্টেম ও বায়ো টয়লেট রয়েছে। উত্তর পূর্বাঞ্চলের যাত্রীদের নিরাপদে দ্রুত পৌঁছে দেবে। পাশাপাশি যাত্রা বেশ আরামদায়ক হবে, এর জন্যই ভারতীয় রেলওয়ে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।  এই ক্ষেত্রে গুয়াহাটি-বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের আধুনিক এলএইচবি রেকে রূপান্তর করাটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: এবার আরও আরামদায়ক হবে রেলযাত্রা! বিশেষ এই কোচের দৌলতে যাত্রাও হবে নিরাপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল