জানা যায়, গুরুগ্রামের সেক্টর ৯০-র একটি রেস্তোরাঁয় স্ত্রী ও বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন অমিত কুমার নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, খাবার পর হোটেলের কর্মীরাই অমিত কুমারদের মুখশুদ্ধি দেন যা খেয়ে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে ৫ জন-ই। ক্রমাগত বমি হতে থাকে, মুখ থেকে বার হয় রক্ত। বর্তমানে ৫ জন-ই হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
অমিত কুমারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোন-ও পদক্ষেপ করে না। তাঁদের কোন-ও হেলদোল-ই ছিল না। পরবর্তীতে তাঁরাই গুরুগ্রাম পুলিশে ফোন করে সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করে। ঘটনায় রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2024 8:24 PM IST