TRENDING:

Gurugram: ক্রমাগত বমি, মুখ থেকে বার হচ্ছে রক্ত...রেস্তোরাঁয় খাবার পর মুখশুদ্ধি খেতেই বিপত্তি

Last Updated:

রেস্তোরাঁয় খাবার পর মাউথ ফ্রেশনার খেতেই অসুস্থ হয়ে পড়েন গুরুগ্রামের রেস্তোরাঁয় খেতে আসা ৫ জন। অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: রেস্তোরাঁয় খাওয়ার পর সবাই-ই মুখশুদ্ধি খেয়ে থাকেন, আর তাতেই হল বিপত্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেস্তোরাঁয় খাবার পর মাউথ ফ্রেশনার খেতেই অসুস্থ হয়ে পড়েন গুরুগ্রামের রেস্তোরাঁয় খেতে আসা ৫ জন। অসুস্থ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
mouth freshner
mouth freshner
advertisement

জানা যায়, গুরুগ্রামের সেক্টর ৯০-র একটি রেস্তোরাঁয় স্ত্রী ও বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন অমিত কুমার নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, খাবার পর হোটেলের কর্মীরাই অমিত কুমারদের মুখশুদ্ধি দেন যা খেয়ে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়ে ৫ জন-ই। ক্রমাগত বমি হতে থাকে, মুখ থেকে বার হয় রক্ত। বর্তমানে ৫ জন-ই হাসপাতালে চিকিৎসাধীন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অমিত কুমারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও রেস্তোরাঁ কর্তৃপক্ষ কোন-ও পদক্ষেপ করে না। তাঁদের কোন-ও হেলদোল-ই ছিল না। পরবর্তীতে তাঁরাই গুরুগ্রাম পুলিশে ফোন করে সাহায্য চান। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করে। ঘটনায় রেস্তোরাঁর মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram: ক্রমাগত বমি, মুখ থেকে বার হচ্ছে রক্ত...রেস্তোরাঁয় খাবার পর মুখশুদ্ধি খেতেই বিপত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল