TRENDING:

হানিপ্রীত মাসাজ করে দেয়, তাই তাকে জেলে নিজের কাছে রাখার আবেদন বাবা রাম রহিমের

Last Updated:

অন্যদিকে জেলে নিজের কাছে হানিপ্রীতকে রাখার জন্য সিবিআই আদালতের কাছে আবেদন জানিয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোহতক: রাম রহিমকে গ্রেফতার করার পর থেকেই হানিপ্রীতকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে ৷ পালিতা মেয়ে হানিপ্রীত বাবার সবচেয়ে কাছের মানুষ বলে মনে করা হয় ৷ ডেরা অনুগামীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ‘পাপার পরী’ হনিপ্রীত। কিন্তু রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না হানিপ্রীতের ৷ তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে ৷
advertisement

অন্যদিকে জেলে নিজের কাছে হানিপ্রীতকে রাখার জন্য সিবিআই আদালতের কাছে আবেদন জানিয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ৷ জোড়া ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত রাম রহিম জানিয়েছেন হানিপ্রীত তার ফিজিওথেরাপিস্ট এবং মাসাজও করে দেন। তাই জেলে নিজের কাছে তাকে রাখতে চান তিনি ৷ আদালত অবশ্য তার এই আবেদন খআরিজ করে দিয়েছে ৷

সূত্রের খবর, ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন হনিপ্রীত ৷ কিন্তু শেষে তাতে সফল হতে পারেননি তিনি ৷ তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে ৷

advertisement

পাপার পরী হনিপ্রীতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা ৷ বিশ্বাস নিজেও বাবার অনুগামী ছিলেন ৷ ১৯৯৯ সালে ফতেহাবাদে হানিপ্রীতের সঙ্গে তার বিয়ে হয়েছিল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তার দাবি, তাদেরকে আলাদা করে দিয়েছেন বাবা ৷ ও তার বউকে নিজের কাছে রেখেছেন তিনি ৷ বিশ্বাস অভিযোগ জানিয়েছেন, তার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রাম রহিমের ৷ হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা ৷ বাবা তাকে দত্তক নিয়ে হানিপ্রীত নাম দেন ৷ তিনি আরও জানান যে বেশ কয়েকবার রাম রহিম ও হানিপ্রীতকে আপত্তিকর অবস্থায় তিনি দেখতে পেয়েছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হানিপ্রীত মাসাজ করে দেয়, তাই তাকে জেলে নিজের কাছে রাখার আবেদন বাবা রাম রহিমের