গুরুদাসপুর লোকসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন কংগ্রেস প্রার্থী সুনীল জাখর। ত্রিশঙ্কু এই লড়াইয়ে ১ লক্ষ ৯৩ হাজার ২১৯ ভোট জিতেছেন জাখর। এই লড়াইয়ে কেন্দ্রে থাকা আসনটি দীর্ঘদিন ধরেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে চিহ্নিত ছিল। সেই কেন্দ্রে বিজেপির থেকে কংগ্রেস এভাবে জয় ছিনিয়ে নেওয়ায়, কার্যত বড় ধাক্কা খেয়েছে বিজেপি। ছমাস আগেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন জিতে ক্ষমতায় আসে কংগ্রেস।
advertisement
২০১৭-এর গোড়াতেই এক দশকের অকালি-বিজেপি সরকারকে হঠিয়ে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছেন অমরেন্দ্র সিংহ। সরকার গঠনের পর থেকে পঞ্জাবে কংগ্রেসের জনপ্রিয়তা যে কমেনি, বরং বেড়েছে, তা বেশ স্পষ্ট গুরুদাসপুরের ফলাফল থেকে। ১৩ রাউন্ডের গণনা শেষে জানা গিয়েছিল কংগ্রেস প্রার্থী সুনীল জাখর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর চেয়ে ১ লক্ষ ৮২ হাজার ১৬০ ভোটে এগিয়ে গিয়েছেন। সেই রাউন্ড পর্যন্ত জাখর পেয়েছিলেন ৪ লক্ষ ৫৬ হাজার ২৫০টি ভোট। বিজেপি প্রার্থী পেয়েছিলেন ২ লক্ষ ৭৪ হাজার ৯০টি ভোট। আর পঞ্জাবের প্রধান বিরোধী দল আপের প্রার্থী পেয়েছিলেন মাত্র ২১ হাজার ৫০৯ ভোট। পরবর্তী কয়েকটি রাউন্ডে ব্যবধান আরও বাড়িয়ে নেয় কংগ্রেস। বিজেপিকে প্রায় ২ লক্ষ ভোটে পিছনে ফেলে দেয় পঞ্জাবের শাসক দল।