TRENDING:

কাশ্মীরে নিকেশ চার জঙ্গি, রবিবার বিকেল থেকে চলছে গুলির লড়াই

Last Updated:

গত এক সপ্তাহে নিয়ে ওই এলাকাতেই চার বার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাশ্মীর: লকডাউনের মধ্যেও কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত৷ রবিবার বিকেলে কুলগামে সেনা, সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথ দলের উপরে হামলা চালায় জঙ্গিরা৷ যদিও নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ঘটনাস্থলেই চার জঙ্গির মৃত্যু হয়৷ রবিবার বিকেল থেকে শুরু হওয়া সেই গুলির লড়াই এ দিন সকাল পর্যন্ত থামেনি৷
advertisement

গত এক সপ্তাহে নিয়ে ওই এলাকাতেই চার বার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধল৷ দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় গত সাত দিনে প্রায় ১৪ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা৷

সংবাদসংস্থার খবর অনুযায়ী দেবসর এলাকার গুদ্দর গ্রামে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালায় জঙ্গিরা৷ কয়েকজন জঙ্গি ওই গ্রামে লুকিয়ে রয়েছে, এই খবর পেয়েই সেখানে হানা দিয়েছিল নিরাপত্তা বাহিনীর দলটি৷ তখনই তাদের উপর হামলা চালায় গ্রামে আত্মগোপন করে থাকা জঙ্গিরা৷ নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে চার জঙ্গি মারা গিয়েছে৷ এখনও তিন জঙ্গি সেখানে আত্মগোপন করে রয়েছে বলে খবর৷

advertisement

এই চার জঙ্গির মৃত্যুর পর শুধুমাত্র এপ্রিল মাসেই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে ২৬ জন জঙ্গির মৃত্যু হলো৷ চলতি বছরে এখনও পর্যন্ত সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল ৫৮-তে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ২৪ এবং ২৫ এপ্রিলের মধ্য দু'টি সফল অপারেশন চালিয়ে অনন্তনাগ এবং পুলওয়ামাতে চার জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা৷

বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে নিকেশ চার জঙ্গি, রবিবার বিকেল থেকে চলছে গুলির লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল