রবিবার এক্স হ্যান্ডলে ওই ডিজাইনার জুটি জানিয়েছেন যে, “রমজানের পবিত্র মাসে গুলমার্গে আমাদের সাম্প্রতিক উপস্থাপনার কারণে যে কোনও আঘাতের জন্য আমরা গভীর ভাবে দুঃখিত। সৃজনশীলতা এবং স্কি ও অ্যাপ্রেস-স্কি লাইফস্টাইলকে উদযাপন করাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য। কোনও ধর্মীয় ভাবাবেগ অথবা কাউকে অসন্তুষ্ট করার উদ্দেশ্য আমাদের ছিল না।”
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
advertisement
তাঁরা আরও বলেন যে, “সমস্ত সংস্কৃতি এবং রীতিকে আমরা নিজেদের মন থেকে শ্রদ্ধা করি। আর যে উদ্বেগ উত্থাপিত হয়েছে, সেটিকে আমরা স্বীকার করে নিচ্ছি। যে কোনও অনিচ্ছাকৃত অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং আমাদের কমিউনিটির থেকে আসা প্রতিক্রিয়ার জন্যও আমরা কৃতজ্ঞ। অঙ্গীকার করছি যে, আমরা আরও সচেতন এবং শ্রদ্ধাশীল হয়ে উঠব।”
বিধানসভায় এই ফ্যাশন শো-কে আপত্তিকর এবং অশ্লীল বলে আখ্যা দেওয়া হয়েছিল। যার জেরে প্রতিবাদও শুরু হয়েছিল। আর এর মাঝে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বছরের যে কোনও মাসে কোনও রকম অনুষ্ঠানের জন্য অনুমতি দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। কিন্তু প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে যে, একটি প্রাইভেট হোটেলে একটি প্রাইভেট পার্টি এই চার দিনব্যাপী প্রাইভেট ইভেন্টের আয়োজন করেছিল। গত ৭ মার্চ অনুষ্ঠিত হয়েছিল ওই ফ্যাশন শো। নির্দিষ্ট কিছু বিষয় সামনে এসেছে। যা মানুষের ভাবাবেগকে আঘাত করেছে। যাঁরা একেবারেই ভুল নন।”
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
কিন্তু কে এই শিবন এবং নরেশ। এঁরা দুজন হলেন সুপ্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন লেবেন শিবন অ্যান্ড নরেশ চালান তাঁরা। শিবন ভাটিয়া দিল্লি এনআইএফটি থেকে নিজের ব্যাচেলর অফ ডিজাইন ডিগ্রি সম্পন্ন করেছেন। এরপর Istituto Europeo di Design থেকে স্নাতকোত্তর হন। অন্যদিকে সহ-প্রতিষ্ঠাতা নরেশ কুকরেজা পড়াশোনা করেছেন মডার্ন স্কুলে। তিনিও দিল্লির এনআইএফটি থেকে স্নাতক পাঠ শেষ করেছেন। এরপর Istituto Europeo di Design থেকে লাক্সারিতে মাস্টার্স এবং মার্কেটিং ডিগ্রি লাভ করেছিলেন।