TRENDING:

গুজরাতের ভাবনগরে এক ঘণ্টা আগে হবু স্ত্রীকে হত্যা করল হবু স্বামী! নৃশংস ঘটনায় হতবাক সকলে!

Last Updated:

গুজরাতের ভাবনগরে ২৩ বছরের এক মহিলাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল তাঁরই হবু স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের এক ঘণ্টা আগে নিজের হবু স্ত্রীকে হত্যা করেছেন ওই বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাবনগর: গুজরাতের ভাবনগরে ২৩ বছরের এক মহিলাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠল তাঁরই হবু স্বামীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের এক ঘণ্টা আগে নিজের হবু স্ত্রীকে হত্যা করেছেন ওই বলে জানা গিয়েছে।
মর্মান্তিক ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
মর্মান্তিক ঘটনা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়
advertisement

এই গোটা ঘটনাটি ঘটেছে প্রভুদাস লেক এলাকার টেকরি চক এলাকায়। জানা গিয়েছে, তাঁরা ওই এলাকায় প্রায় এক বছর ধরে থাকত। জানা গিয়েছে, মৃতার নাম সোনি হিম্মত রাঠোড় এবং অভিযুক্তের নাম সাজান বারারিয়া। তাঁরা মূলত বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। গত শনিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।

পুলিশ সূত্রে, দম্পতির মধ্যে শাড়ি এবং টাকাপয়সা নিয়ে বিবাদের সূত্রপাত ঘটে। জানা গিয়েছে, তর্কাতর্কির সময়েই সাজান হঠাৎ করেই সোনির মাথায় লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করেন। ফলে সেখানেই মারা যান তিনি। এই প্রসঙ্গে, ডেপুটি সুপারিন্টেনডেন্ট আর আর সিঙ্ঘল জানান, বাড়িছাড়ার আগে অভিযুক্ত বাড়ি তছনছ করে দিয়ে যায়।

advertisement

আরও পড়ুন: আধার কার্ড ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ নয়, সুপ্রিম কোর্টে জানাল কমিশন

এই প্রসঙ্গে আর আর সিঙ্ঘল বলেন, “ওই দম্পতি প্রায় এক থেকে দেড় বছর একসঙ্গে থাকত। গতকাল অর্থাৎ শনিবার তাঁদের বিয়ের দিন ছিল। সেই সময়েই তাঁদের মধ্যে শাড়ি এবং টাকা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এরপরেই সাজান সোনিকে মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করেন। এবং এরপরে তাঁর মাথা দেওয়ালে ঠুকে দেয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

ঘটনার খবর পেয়েই হাজির হয় পুলিশ। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে তাঁরা। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতের ভাবনগরে এক ঘণ্টা আগে হবু স্ত্রীকে হত্যা করল হবু স্বামী! নৃশংস ঘটনায় হতবাক সকলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল