এই গোটা ঘটনাটি ঘটেছে প্রভুদাস লেক এলাকার টেকরি চক এলাকায়। জানা গিয়েছে, তাঁরা ওই এলাকায় প্রায় এক বছর ধরে থাকত। জানা গিয়েছে, মৃতার নাম সোনি হিম্মত রাঠোড় এবং অভিযুক্তের নাম সাজান বারারিয়া। তাঁরা মূলত বিয়ের আগের বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। গত শনিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।
পুলিশ সূত্রে, দম্পতির মধ্যে শাড়ি এবং টাকাপয়সা নিয়ে বিবাদের সূত্রপাত ঘটে। জানা গিয়েছে, তর্কাতর্কির সময়েই সাজান হঠাৎ করেই সোনির মাথায় লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করেন। ফলে সেখানেই মারা যান তিনি। এই প্রসঙ্গে, ডেপুটি সুপারিন্টেনডেন্ট আর আর সিঙ্ঘল জানান, বাড়িছাড়ার আগে অভিযুক্ত বাড়ি তছনছ করে দিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: আধার কার্ড ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ নয়, সুপ্রিম কোর্টে জানাল কমিশন
এই প্রসঙ্গে আর আর সিঙ্ঘল বলেন, “ওই দম্পতি প্রায় এক থেকে দেড় বছর একসঙ্গে থাকত। গতকাল অর্থাৎ শনিবার তাঁদের বিয়ের দিন ছিল। সেই সময়েই তাঁদের মধ্যে শাড়ি এবং টাকা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এরপরেই সাজান সোনিকে মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করেন। এবং এরপরে তাঁর মাথা দেওয়ালে ঠুকে দেয়।”
ঘটনার খবর পেয়েই হাজির হয় পুলিশ। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে তাঁরা। ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ।
