TRENDING:

Gujarat Woman Golgappa Protest: কুড়ি টাকায় ৬ টার বদলে কেন ৪ পিস ফুচকা? তুলকালাম কাণ্ড মহিলার, ছুটে এল পুলিশ! দেখুন ভিডিও

Last Updated:

ফুচকা নিয়ে যে এমন কাণ্ড ঘটতে পারে, বরোদার এই ঘটনা না দেখলে তা বিশ্বাস হবে না৷ ২০ টাকায় ৬ পিস ফুচকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুড়ি টাকায় ছটা ফুচকা খাবেন ভেবেছিলেন৷ কিন্তু ফুচকা বিক্রেতা দিলেন মাত্র চার পিস৷ আর তাতেই বাঁধল গন্ডগোল৷ ফুচকা বিক্রেতার সঙ্গে বচসার পরেও দাবি মতো দু পিস ফুচকা না পেয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন মহিলা৷ পরিস্থিতি এমন দাঁড়াল যে শেষ পর্যন্ত ছুটে এল পুলিশ৷
দাবি মতো ফুচকা না পেয়ে রাস্তায় বসে পড়লেন মহিলা৷
দাবি মতো ফুচকা না পেয়ে রাস্তায় বসে পড়লেন মহিলা৷
advertisement

ফুচকা নিয়ে যে এমন কাণ্ড ঘটতে পারে, বরোদার এই ঘটনা না দেখলে তা বিশ্বাস হবে না৷ ২০ টাকায় ৬ পিস ফুচকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা৷ ফুচকা বিক্রেতার উপর রাগে ব্যস্ত রাস্তার মাঝখানে বসে যানবাহন চলাচল বন্ধ করারও উপক্রম করলেন তিনি৷ তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছে, তা বোঝাতে গিয়ে কেঁদে ভাসালেন ওই মহিলা৷

advertisement

advertisement

বরোদার সুরসাগর এলাকায় এই ঘটনা ঘটেছে৷ মহিলার কাণ্ডকারখানা দেখে ভিড় জমান পথচলতি মানুষও৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে পুলিশ৷

প্রতিবাদ থামিয়ে শান্ত হওয়ার জন্য ওই মহিলাকে অনুরোধ করে পুলিশ৷ যদিও মহিলার কাণ্ডকারখানা দেখে পুলিশকর্মীরাও হেসে ফেলেন৷ তখনও অবশ্য ফুচকা না পাওয়ার দুঃখে কেঁদেই চলেছেন ওই মহিলা৷

advertisement

গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ দু পিস ফুচকার জন্য কেউ যে এমন কাণ্ডকারখানা ঘটাতে পারেন, তা দেখেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷ অধিকাংশই অবশ্য মহিলার এই প্রতিবাদ দেখে মজাই পেয়েছেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Woman Golgappa Protest: কুড়ি টাকায় ৬ টার বদলে কেন ৪ পিস ফুচকা? তুলকালাম কাণ্ড মহিলার, ছুটে এল পুলিশ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল