TRENDING:

Gujarat News: সোনার দোকানে ঢুকে লঙ্কার গুড়ো ছুড়লেন মহিলা, কিন্তু চুরি আটকে গেল ২০ সেকেন্ডে ১৭ থাপ্পড়ে! গুজরাতের ভিডিও ভাইরাল

Last Updated:

Gujarat News: দোকানে থাকা সোনার গয়না চুরি করা। কিন্তু লঙ্কার গুঁড়ো দোকানির চোখে লাগেনি। মুহূর্তে বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুঃসাহসিক ঘটনা
দুঃসাহসিক ঘটনা
advertisement

আহমেদাবাদ: সোনার দোকানে বসে ছিলেন বিক্রেতা। ক্রেতা সেজে ঢোকেন একজন মহিলা। মুখ ওড়নায় ঢাকা। আচরণ বেশ স্বাভাবিক। দোকানে দাঁড়িয়ে বিক্রেতার সঙ্গে কথা বলছিলেন তিনি। সবই ঠিক ছিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্থিতি পুরো বদলে যায়হঠাৎ ওই মহিলা দোকানির মুখে লঙ্কার গুঁড়া ছুড়ে মারেন

advertisement

উদ্দেশ্য, দোকানে থাকা সোনার গয়না চুরি করা। কিন্তু লঙ্কার গুঁড়ো দোকানির চোখে লাগেনি। মুহূর্তে বিপদ বুঝে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। এরপর দ্রুত পাল্টা আঘাত করেন ওই মহিলাকে। মাত্র ২০ সেকেন্ডে ১৭ বার থাপ্পড় মারেন মহিলাকে। একপর্যায়ে চুরি করতে আসা ওই মহিলা দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিক্রেতা চড় মারতে মারতে তাঁকে টেনে দোকান থেকে বের করে আনেন। পরে মহিলা পালিয়ে যান।

advertisement

গত ৩ নভেম্বর ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাত রাজ্যের আহমেদাবাদে। পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েপুলিশ জানিয়েছে, এই ঘটনায় ওই দোকানদার কোনও অভিযোগ করতে রাজি হননি। তবু সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মহিলাকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে

advertisement

স্থানীয় রানিপ থানার পুলিশ আধিকারিক কেতন ব্যাস বলেন, ‘দোকান মালিক অভিযোগ দায়ের করতে চাইছেন না। কিন্তু সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি।’ আহমেদাবাদ পুলিশ এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, তাদের পক্ষ থেকে দুবার দোকান মালিকের সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। তাই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিজ উদ্যোগে তদন্ত করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat News: সোনার দোকানে ঢুকে লঙ্কার গুড়ো ছুড়লেন মহিলা, কিন্তু চুরি আটকে গেল ২০ সেকেন্ডে ১৭ থাপ্পড়ে! গুজরাতের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল