TRENDING:

Super Viral|| একদল 'প্রেতাত্মা' তাড়া করে বেড়াচ্ছে দিনভর! প্রাণে বাঁচতে থানায় অভিযোগ দায়ের যুবকের

Last Updated:

একদল প্রেতাত্মা বা ভূত দিনভর তাড়া করে বেড়াচ্ছে বছর ৩৫-র ভরসঙ্গভাই বরিয়ালসো নামে এক যুবককে। ঘটনায় তোলপাড় গুজরাতের ভাদোদরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাদোদরা: একদল প্রেতাত্মা বা ভূত (Ghoshts) দিনভর তাড়া করে বেড়াচ্ছে বছর ৩৫-র ভরসঙ্গভাই বরিয়ালসো নামে এক যুবককে। বাড়িতে রাতের অন্ধকারে বা দিনের যে কোনও সময় তো বটেই, ক্ষেতে চাষ বা আনুষঙ্গিক কাজ করার সময় প্রাণে মেরে ফেলার হুমকি দিতে অশরীরী আত্মার দল ধাওয়া করে পৌঁছে যাচ্ছে মাঠে। এমতাবস্থায় প্রাণের ভয়ে তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবক। আর ব্যক্তির এমন অভিযোগ শুনে একপ্রকার বাক্যহারা থানার পুলিশকর্মী থেকে আধিকারিকরা।
advertisement

আজব ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujrat) ভাদোদরায়। মঙ্গলবার স্থানীয় থানায় ভূতেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ পাওয়ার পর তা অবিশ্বাস্য মনে হলে স্বাভাবিকভাবেই তদন্তে নামে পুলিশ। ভরসঙ্গভাই বরিয়ালসোকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথাবার্তার মধ্যে বেশ কিছু মানসিক  অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ আধিকারিকরা এক প্রকার নিশ্চিত হয়ে যান, তাঁর মধ্যে বেশ কিছু অস্বাভাবিকতা রয়েছে। এরপর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতেই স্পষ্ট হয় চিত্র। প্রথমাবস্থায় পরিবারের সদস্যরা জানান, তাঁরা জানতেনই না ভরসঙ্গভাই বরিয়ালসো কখন বা কীভাবে থানায় পৌঁছে গিয়েছেন এবং এমন অদ্ভুত অভিযোগের কথা জানিয়েছেন। এমনকি এমন ঘটনা যে তাঁর সঙ্গে ঘটছে তা তিনি নাকি বাড়িতেও জানাননি কখনও। এরপর আসতে আসতে খোলসা করেন, মানসিকভাবে অসুস্থ ভরসঙ্গভাই বরিয়ালসো। তাঁর চিকিৎসা চলছে। বিগত ১০ দিন ধরে অনেক চেষ্টা করে তাঁকে ওষুধ খাওয়াতে পারেননি তাঁরা। ফলে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

পুলিশ সূত্রে TOI-কে জানানো হয়েছে, ভরসঙ্গভাই বরিয়ালসোকে ভাল একজন  চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক নানা অসুস্থতা ছিল, ফলে ওষুধ দেওয়া হয়েছে। তিনি পরিবারের সদস্যদের কথা দিয়েছেন নিয়মিত ওষুধ খাবেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Super Viral|| একদল 'প্রেতাত্মা' তাড়া করে বেড়াচ্ছে দিনভর! প্রাণে বাঁচতে থানায় অভিযোগ দায়ের যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল