TRENDING:

৮০ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়েও IIM আমেদাবাদে চান্স পেলেন এই তরুণী

Last Updated:

চোখের দৃষ্টি শক্তি কমতে থাকলেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন একুশ বছরের প্রাচী সুখওয়ানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: চোখের দৃষ্টি শক্তি কমতে থাকলেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন একুশ বছরের প্রাচী সুখওয়ানি ৷ ছোট থেকেই ইচ্ছে ছিল দেশের অন্যতম ম্যানেজমেন্ট কলেজে পড়াশোনা করার ৷ চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেলেও দমে যায়নি প্রাচী ৷ সমস্ত বাধাকে উপেক্ষা করে অবশেষে আইআইএম-আমদাবাদে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে গুজরাতের বাসিন্দা প্রাচী ।
advertisement

মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ কমার্স থেকে BBA-তে স্নাতক পাশ করেছেন তিনি ৷ এরপর ২০১৬ সালে CAT পরীক্ষা দেন তিনি ৷ এই পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৯৮.৫৫ শতাংশ ৷

জানা গিয়েছে, ক্লাস ৩ থেকে ম্যাকুলার ডিস্ট্রফি বা রেটিনা ডিগ্রেডেশন নামক অসুখে আক্রান্ত প্রাচী ৷ এর জেরে প্রায় ৮০ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে প্রাচী ৷ জিন ঘটিত এই অসুখের কোনও চিকিৎসা হয় না বলে জানিয়েছে ডাক্তাররা ৷ তবে তাতে ভেঙে পড়েনি প্রাচী ৷ বরং নিজের স্বপ্নপূরণ করায় তার মূল লক্ষ্য হয়ে ওঠে ৷

advertisement

প্রাচী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আপাতত আমার ইচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা ৷ এরপর দৃষ্টিহীনদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চায় ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

প্রাচীর বাবা সপরেশ সুখওয়ানি জানিয়েছেন, ‘গত ১৫ বছর ধরে প্রাচীকে তিনি চেন্নাই চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন ৷ প্রাচীকে একটি বিশেষ রিডিং গ্লাস দেওয়া হয় পড়াশোনা করার জন্য ৷ কিন্তু পড়াশোনায় এত মগ্ন ছিল প্রাচী যে ওই চশমাও তার কাছে একটি বাধা মনে হত ৷ দেশের টপ তিনটে আইআইএম,  আইআইএম আমদাবাদ, আইআইএম বেঙ্গালুরু, আইআইএম কলকাতা থেকেই ডাক পেয়েছিল প্রাচী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৮০ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়েও IIM আমেদাবাদে চান্স পেলেন এই তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল