TRENDING:

৮০ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়েও IIM আমেদাবাদে চান্স পেলেন এই তরুণী

Last Updated:

চোখের দৃষ্টি শক্তি কমতে থাকলেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন একুশ বছরের প্রাচী সুখওয়ানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেদাবাদ: চোখের দৃষ্টি শক্তি কমতে থাকলেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন একুশ বছরের প্রাচী সুখওয়ানি ৷ ছোট থেকেই ইচ্ছে ছিল দেশের অন্যতম ম্যানেজমেন্ট কলেজে পড়াশোনা করার ৷ চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেলেও দমে যায়নি প্রাচী ৷ সমস্ত বাধাকে উপেক্ষা করে অবশেষে আইআইএম-আমদাবাদে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে গুজরাতের বাসিন্দা প্রাচী ।
advertisement

মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ কমার্স থেকে BBA-তে স্নাতক পাশ করেছেন তিনি ৷ এরপর ২০১৬ সালে CAT পরীক্ষা দেন তিনি ৷ এই পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৯৮.৫৫ শতাংশ ৷

জানা গিয়েছে, ক্লাস ৩ থেকে ম্যাকুলার ডিস্ট্রফি বা রেটিনা ডিগ্রেডেশন নামক অসুখে আক্রান্ত প্রাচী ৷ এর জেরে প্রায় ৮০ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে প্রাচী ৷ জিন ঘটিত এই অসুখের কোনও চিকিৎসা হয় না বলে জানিয়েছে ডাক্তাররা ৷ তবে তাতে ভেঙে পড়েনি প্রাচী ৷ বরং নিজের স্বপ্নপূরণ করায় তার মূল লক্ষ্য হয়ে ওঠে ৷

advertisement

প্রাচী একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আপাতত আমার ইচ্ছে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা ৷ এরপর দৃষ্টিহীনদের জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চায় ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

প্রাচীর বাবা সপরেশ সুখওয়ানি জানিয়েছেন, ‘গত ১৫ বছর ধরে প্রাচীকে তিনি চেন্নাই চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন ৷ প্রাচীকে একটি বিশেষ রিডিং গ্লাস দেওয়া হয় পড়াশোনা করার জন্য ৷ কিন্তু পড়াশোনায় এত মগ্ন ছিল প্রাচী যে ওই চশমাও তার কাছে একটি বাধা মনে হত ৷ দেশের টপ তিনটে আইআইএম,  আইআইএম আমদাবাদ, আইআইএম বেঙ্গালুরু, আইআইএম কলকাতা থেকেই ডাক পেয়েছিল প্রাচী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৮০ শতাংশ দৃষ্টি শক্তি হারিয়েও IIM আমেদাবাদে চান্স পেলেন এই তরুণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল