TRENDING:

গুজরাত নির্বাচনে রাজনীতিক রাহুল গান্ধির উত্থান দেখল দেশ

Last Updated:

শেষ মুহূর্ত পর্যন্ত টানটান প্রতিযোগিতা। পিছিয়ে পড়েও বারবার ফিরে এল কংগ্রেস। ফল গুজরাতে একশো আসনের নীচেই থামতে হল বিজেপিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: শেষ মুহূর্ত পর্যন্ত টানটান প্রতিযোগিতা। পিছিয়ে পড়েও বারবার ফিরে এল কংগ্রেস। ফল গুজরাতে একশো আসনের নীচেই থামতে হল বিজেপিকে। গুজরাতে ভোটগণনা যত এগিয়েছে, ততই জোরদার হয়েছে লড়াই। বিজেপির ভোটব্যাঙ্কে ফাটল স্পষ্ট। ২২ বছর ধরে ক্ষমতায় থাকা গেরুয়া শিবিরের বিরুদ্ধে অসন্তোষ স্পষ্ট ইভিএমে। ফলপ্রকাশের পর তাই নরেন্দ্র মোদি - অমিত শাহকে ভাবতে হচ্ছে বিকল্প মডেলের কথা।
advertisement

মোদি ঝড় উধাও। থেমে গেল বিকাশ রথও। গুজরাতে ১০০ আসনের আগেই থামতে হল বিজেপিকে। ৯৯ টি আসন পেয়েই সরকার গড়ছে গেরুয়া শিবির। ৮০ টি আসন নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস কংগ্রেসের। গত ২২ বছরে সবচেয়ে খারাপ ফল বিজেপির। রাহুল গান্ধির নেতৃত্বে এই প্রথম কোনও নির্বাচনে চমক দিল কংগ্রেস।

প্রাথমিক ট্রেন্ডে বেশ কিছুটা ব্যবধান ছিল। তারপর সময় যত এগিয়েছে ব্যবধান কমিয়েছে কংগ্রেস। একসময় গেরুয়া শিবিরকে প্রায় ছুঁয়েই ফেলেছিল তারা। গত লোকসভা ভোটের তুলনায় ১০ শতাংশ ভোট কমল গেরুয়া শিবিরের। শহরে বিজেপির ভোটব্যঙ্ক অটুট থাকাতেই এযাত্রা মুখরক্ষা হল নরেন্দ্র মোদি- অমিত শাহের।

advertisement

বিজেপির পক্ষে ১ কোটি ৪৭ লক্ষ ভোট

কংগ্রেসের ভোট ১ কোটি ২৪ লক্ষ

নোটায় ৫ লক্ষের বেশি ভোট

গতবারের থেকে ১৬ টি আসন কমল বিজেপির

দলছুটদের ধরলে ২২ টি আসন কমেছে

সৌরাষ্ট্রে বড় ধাক্কা গেরুয়া শিবিরের

মোট ভোটের হার বাড়লেও ৪৫ শতাংশ আসনেই ভোট কমেছে

পটেল, পতিদার ইস্যু, জিএসটি-নোট বাতিল, গ্রামীণ এলাকায় তীব্র বৈষম্য - একাধিক ফ্যাক্টরও বারবার বাধা হয়েছে বিজেপির পথে। গ্রামীণ গুজরাতে বঞ্চনার অভিযোগ নিয়ে অস্বস্তি ছিল বিজেপিতে। ইভিএমেও তারই প্রতিফলন স্পষ্ট।

advertisement

৪৩ টি আসনে ভোট বাড়িয়েছে কংগ্রেস

এর মধ্যে ৩১ টি গ্রামীণ এলাকায়

২৪ টি আসনে ভোট বেড়েছে বিজেপির

৯ টি শক্ত ঘাঁটিতে হার বিজেপির

৫ হাজারের কম ভোটে হার ১৪ প্রার্থীর

হাজারের কম ভোটে হার ৮ প্রার্থীর

প্রবল চাপের মুখে জয় এলেও উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে চাইছে বিজেপি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোদির গড়ে চ্যালেঞ্জ এত কঠিন হবে তা কয়েক মাস আগেও ভাবা যায়নি। একের পর এক ব্যর্থতার পর গুজরাত থেকে উদয় হল এক রাজনৈতিক ব্যক্তিত্বের। ভবিষ্যতে যাই হোক,এই নির্বাচনে রাজনীতিক রাহুল গান্ধির উত্থান দেখল দেশ। ঠিক যেমনভাবে ১৬ বছর আগে গুজরাতে উত্থান হয়েছিল নরেন্দ্র মোদির।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাত নির্বাচনে রাজনীতিক রাহুল গান্ধির উত্থান দেখল দেশ