নৌ সেনা সূত্রে আরও জানা গিয়েছে, মঙ্গলবার ওই জাহাজটি থেকে যে বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে ৩০৮৯ কেজির বেশি চরস, ১৫৮ কেজি মেথামফেটামাইন এবং ২৫ কেজি মরফিন। আন্তর্জাতিক বাজারে এক কেজি চরসের দাম ৭ কোটি টাকা। অর্থাৎ, ওই জাহাজ থেকে শুধু চরসই উদ্ধার হয়েছে প্রায় ২২ হাজার কোটি টাকার।
advertisement
গোয়েন্দা সূত্রে খবর ছিল, মাদকের বিরাট লেনদেন হতে পারে গুজরাতের পোরবন্দরে। সেই মতোই নজর রাখা হচ্ছিল সেখানে। দেখা মেলে সন্দেহজনক জাহাজটির। সেই জাহাজে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে বিপুল মাদকের ভাণ্ডার।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগেই হিমাচলে বড় নাটক? টলমল কংগ্রেসের সরকার, রাজ্যপালের কাছে বিজেপি
গুজরাতের ‘অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)’-এর এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখার কাছে আরব সাগরে এই অভিযান চালানো হয়েছিল। ভারতীয় সেনার নজরদারি চালানো একটি বিমান পোরবন্দরের কাছে ওই পালতোলা জাহাজটি দেখতে পায়। সেই জাহাজের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় যৌথ অভিযান নামে নৌসেনা এবং এনসিবি। তাতেও মেলে ওই বিপুল পরিমান মাদক।