প্রেস বিবৃতিতে বিজয় রুপানি তাঁর পদত্যাগের কারণ তুলে ধরে বলেছেন, বিজেপির ট্র্যাডিশন অনুযায়ী দলের অন্যান্য দিন সমান জায়গা দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি যোগ করেছেন, "দলের তরফে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে এরপর আমি সেই দায়িত্ব পালন করতেই রাজি।"
রুপানি বলছেন, "শেষ পাঁচ বছরের সমস্ত নির্বাচন এবং উপনির্বাচনে আমি দলের দেওয়া সমস্ত দায়িত্ব পালন করেছি। কিন্তু এই মুহূর্তে গুজরাটের উন্নয়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন। সেই কারণেই আমার এই পদত্যাগ। কিন্তু দলের দেওয়া কোনো দায়িত্বই এড়িয়ে যাবো না আমি ভবিষ্যতে। আমি গুজরাটের সাধারণ মানুষের থেকে অভাবনীয় সমর্থন পেয়ে এসেছি, এই কারণে সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের।"
advertisement
এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, মন্ত্রী হিসেবে গুজরাটে পরবর্তী মুখ কে? এই প্রশ্নের উত্তর অবশ্য রুপানি এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায়, "এ বিষয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দলীয় সিদ্ধান্ত নেবে।" কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট হার্দিক পাটেলের যুক্তি, ভোটের মুখে বিজেপি তাদের বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর আস্থা দেখাতে পারছে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই তত্ত্ব নিয়ে ভবিষ্যতে আরও জল ঘোলা হবে এরকম হঠাৎ করে বিজয় রুপানি পদত্যাগ করায়।
হার্দিক পাটেল বলছেন, গত চার বছর যদি এই মুখ্যমন্ত্রীর অধীনে সরকার ভাল কাজই করে তাহলে হঠাৎ করে নেতৃত্ব বদলের প্রয়োজনীয়তা কী!