TRENDING:

Crime News: এলোপাথাড়ি কোপে পেট থেকে বেরিয়ে আসা অন্ত্র ওড়াল বাতাসে! বিধবা মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন ২ ভাইয়ের

Last Updated:

Crime News: অভিযুক্তদের বক্তব্য, রত্নজীর সঙ্গে এই বিবাহ বহির্ভূত সম্পর্কে অপমানিত ও অসম্মানিত হয়েছেন তাঁদের প্রয়াত বাবা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গান্ধিনগর : পৈশাচিক ঘটনার সাক্ষী গুজরাতের গান্ধিনগর৷ অভিযোগ, চলতি সপ্তাহের গোড়ায় এই জেলায় দুই ভাই মিলে নৃশংসভাবে খুন করেছে তাদের মায়ের প্রণয়ীকে৷ নিহতের নাম রত্নজী ঠাকোর (৫৩)৷ অভিযুক্তদের বক্তব্য, রত্নজীর সঙ্গে এই বিবাহ বহির্ভূত সম্পর্কে অপমানিত ও অসম্মানিত হয়েছেন তাঁদের প্রয়াত বাবা৷
মোবাইলের লোকেশন ট্র্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের ধরে ফেলে
মোবাইলের লোকেশন ট্র্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের ধরে ফেলে
advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে গত ২৬ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে রত্নজীকে আক্রমণ করে দুই অভিযুক্ত৷ পেশায় রাজমিস্ত্রি রত্নজী তখন তাঁর সহকারীদের সঙ্গে একটি বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিলেন৷ সেই সময় লোহার রড এবং ছুরি নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে দুই আততায়ী৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনের আলোয় সকলের সামনেই রত্নজীকে এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁর প্রেমিকার দুই সন্তান৷ তীব্র আঘাতের অভিঘাতে বেরিয়ে আসে তাঁর অন্ত্র৷ তার পরেও থামেনি হামলকারীরা৷ এর পর তাঁরা ওই অন্ত্র হাতে নিয়ে বাতাসে ওড়াতে থাকে৷ তার পর সেটাও কয়েকটা খণ্ডে কেটে ফেলে৷ রত্নজীর সহকারীদের মধ্যে কেউ কেউ তাঁকে বাঁচাতে গিয়ে ব্যর্থ হন বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

advertisement

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অনেক বছর ধরে রত্নজীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্তদের মায়ের৷ তাঁদের প্রণয় কোনও দিনই মেনে নেয়নি দুই ভাই৷ তাঁদের দাবি ছিল এই সম্পর্কের জন্য তাঁদের পরিবারে লজ্জায় পড়তে হত৷ এই ঘটনায় নিহতের ছেলে অজয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন৷ তিনি পুলিশকে বলেছেন দুই অভিযুক্ত ভাই অনেক বার হুমকি দিয়েছিল তার বাবাকে৷ বলেছিল, তার মায়ের থেকে দূরে থাকতে৷ এমনকি, এর আগেও তারা রত্নজীর উপর হামলা করেছে বলে অভিযোগ৷ দীর্ঘ বিবাদের জেরে গ্রামে পঞ্চায়েতে সালিশি সভাও বসে৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি৷

advertisement

আরও পড়ুন : বাচ্চাদের খেলার পার্ক থেকে রাস্তার সংস্কার, কর্মীদের জন্য ঢেলে সাজছে রেলের কোয়ার্টার

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালায় দুই অভিযুক্ত ভাই৷ তবে মোবাইলের লোকেশন ট্র্যাক করে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের ধরে ফেলে৷ খুনের জন্য ব্যবহৃত অস্ত্রও আটক করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: এলোপাথাড়ি কোপে পেট থেকে বেরিয়ে আসা অন্ত্র ওড়াল বাতাসে! বিধবা মায়ের প্রেমিককে নৃশংসভাবে খুন ২ ভাইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল