TRENDING:

গুজরাতে সেতু ছিঁড়ে মারাত্মক দুর্ঘটনা, নিহত-আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

Last Updated:

ঘটনার সময়কার ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: রবিবার সন্ধ্যায় গুজরাটের মরবি জেলায় বড়সড় দুর্ঘটনা। মাছু নদীর ওপর নির্মিত ক্যাবল ব্রিজটি হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেতুতে প্রায় ৪০০ মানুষ উপস্থিত ছিলেন, যার মধ্যে ১০০ জন সরাসরি নদীতে পড়ে যান। মাচু নদীর ওপর নির্মিত এই ক্যাবল সেতু বেশ পুরনো ছিল বলে জানা গিয়েছে। এটি হেরিটেজ সেতুর অন্তর্ভুক্ত।
advertisement

দিওয়ালির পরে,সেতুটি মেরামত করা হয় এবং পুনরায় চালু করা হয় যাত্রীদের জন্য। সেতুটি মেরামতের জন্য প্রায় ৭ মাস বন্ধ ছিল। মাত্র দুদিন আগে এটি খোলা হয়েছে। আপাতত উদ্ধার কাজ চলছে। ১০০জনকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন মালিকানা বদলাতেই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত, ৭৫% কর্মীর কাজ যেতে পারে ট্যুইটারে

advertisement

 

এই দুর্ঘটনার পরে, পিএমও থেকে একটি ট্যুইট করা হয়৷ জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গুজরাটের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা দুর্ঘটনায় বিষয় দুঃখ প্রকাশ করেছেন৷ উদ্ধার অভিযানের জন্য অবিলম্বে সকলকে একত্রিত করতে, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ নির্দেশ দেওয়া হয়েছে৷ আহতদের সব রকমের সাহায্যের কথাও বলা হয়েছে।

দুর্ঘটনার পর গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ট্যুইট করেছেন মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি দুঃখিত। উদ্ধার ও ত্রাণ কাজ চলছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় আমি জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছি।

advertisement

অন্যদিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে৷ মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
গুজরাতে সেতু ছিঁড়ে মারাত্মক দুর্ঘটনা, নিহত-আহতদের আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল