পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত দীপককুমার লালবাবু সিং মাঝে মাঝেই ওই শিশুকন্যার বাড়িতে যেত৷ সময় কাটাত শিশুটির সঙ্গে৷ অভিযোগ, রবিবার শিশুটিকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার পথে ধর্ষণ করে সে৷ পরে শিশুকে ফের ফিরিয়ে দিয়ে যায় অভিযুক্ত৷ সে সময় শিশুটি প্রচণ্ড কাঁদতে থাকায় সন্দেহ হয় তার ঠাকুমার৷ অভিযোগ, রক্তাক্ত শিশুর দেহে গুরুতর আঘাত চিহ্ন ছিল৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিগৃহীত শিশুর মা৷ তিনি পেশায় রেস্তোরাঁকর্মী৷ নির্যাতিত শিশুকে নিয়ে যাওয়া হয়েছে ভারুচ সিভিল হাসপাতালে৷ সেখানে তার অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে৷
advertisement
শিশুকন্যাকে ধর্ষণে অভিযুক্ত দীপককুমারকে গ্রেফতার করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে পকসো ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে৷ নির্যাতিত শিশু এবং অভিযুক্ত দু’জনেরই ডাক্তারি পরীক্ষা করা হয়েছে৷