একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ চলতি বছরের জুন মাসের ৩০ তারিখ থেকে ‘প্যাহল’ প্রকল্পের অধীনে ১২.৫৭ কোটি গৃহস্থ রান্নার গ্যাসের ভর্তুকি পাচ্ছে ব্যাঙ্ক মারফত ৷ ডিসেম্বরের ৩ তারিকে পর্যন্ত ১৪.৬২ কোটি গ্রাহক এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন ৷ ’
advertisement
প্রসঙ্গত, ২০১৩ সালে সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং গৃহস্থের অ্যাকাউন্টে সরাসরি গ্যাসের ভর্তুকি দেওয়ার প্রকল্পটি চালু করেছিলেন ৷ কিন্তু কিছু জটিলতার কারণে মাঝপথেই এই প্রকল্পটি বন্ধ করে দিতে হয় ৷ এরপর মোদি সরকার ক্ষমতায় আসার পর ‘প্যাহল’ নাম দিয়ে ফের এটি চালু করে ৷ এই প্রকল্পের মাধ্যমে ৩ কোটি ৩৪ লক্ষ জাল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2015 5:46 PM IST