TRENDING:

Pune GBT scare: পঙ্গু হয়ে যায় মানুষ, পুণেতে হঠাৎ বিরল স্নায়ুরোগে আক্রান্ত পর পর ৫৯ জন! তদন্তের নির্দেশ

Last Updated:

আক্রান্তদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা৷ তাঁদের মধ্যে ১২ জনকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: একজন, দু জন নয়৷ অল্প সময়ের ব্যবধানে বিরল স্নানুরোগে আক্রান্ত হলেন পুণের ৫৯ জন বাসিন্দা৷ তাঁদের মধ্যে আবার ১২ জনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে৷
প্রতীকী ছবি- শাটারস্টক৷
প্রতীকী ছবি- শাটারস্টক৷
advertisement

জটিল এই স্নায়ুরোগের নাম সিন্ড্রোম বা জিবিএস৷ বিরল এই রোগে আক্রান্ত হলে হাঁটাচলা তো বটেই, এমন কি খাওয়া দাওয়ার ক্ষমতা হারাতে পারেন মানুষ৷ ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আচমকা পুণের এতজন বাসিন্দা কেন পর পর এই বিরল এবং জটিল স্নায়ুরোগে আক্রান্ত হচ্ছেন, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর৷

advertisement

আরও পড়ুন: শারীরিক অবস্থা আশঙ্কাজনক! তড়িঘড়ি কার্ডিওলজি ICCU-এ স্থানান্তর, হৃদযন্ত্রে সমস্যা পার্থর

রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ‘বুধবার জিবিএস রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৷ আক্রান্তদের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ২১ জন মহিলা৷ তাঁদের মধ্যে ১২ জনকে ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছে৷’

ওই আধিকারিক আরও জানিয়েছেন, মূলত শিশু এবং কম বয়সিরাই এই রোগে আক্রান্ত হন৷ তবে এই রোগ মহামারি বা অতিমারিতে পরিণত হওয়ার আশঙ্কা নেই৷ যথাযথ চিকিৎসায় জিবিএস-এ আক্রান্ত অধিকাংশ রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন৷ চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত ব্যাক্টেরিয়া অথবা ভাইরাল ইনফেকশন থেকেই জিবিএস-এ আক্রান্ত হন মানুষ৷ এই রোগে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে৷

advertisement

জিবিএস এমন একটি বিরল স্নায়ু রোগ, যাতে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা স্নায়ুগুলিকে আক্রমণ করে৷ যার ফলে শরীর দুর্বল হয়ে পড়ে, অবশ হতে শুরু করে হাত-পা, যা শেষ পর্যন্ত মানুষকে পঙ্গুত্বের দিকেই ঠেলে দেয়৷ জিবিএস শুধু একটি বিরল রোগ নয়, এই রোগে আক্রান্ত হওয়ার প্রকৃত কারণও এখনও অজানা৷ এই রোগে আক্রান্ত হলে সাধারণত মানুষের পায়ের পাতা থেকে সমস্যা শুরু হয়৷ ধীরে ধীরে যা শরীরের উপর দিকে উঠে পা, হাত, মুখ এবং নিশ্বাস প্রশ্বাস নেওয়ার সহায়ক মাংসপেশীগুলিকে অকেজো করতে শুরু করে৷ যার ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা তো বটেই, এমন কি হাঁটাচলা করতে গিয়েও সমস্যার সম্মুখীন হতে হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এই সমস্যাগুলির পাশাপাশি এই রোগে আক্রান্ত হলে দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া, খাবার গিলতে সমস্যা, কথা বলা, খাবার চিবনোয় সমস্যা দেখা দিতে পারে৷ রাতের দিকে হাতে, পায়ে কাঁটায় বিদ্ধ হওয়ার মতো তীব্র যন্ত্রণাও অনুভূত হয়৷ অস্বাভাবিক হ্রদস্পন্দন অথবা রক্তচাপ, হজমে সমস্যাও দেখা দেয়৷ এই রোগের এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও চিকিৎসা নেই৷ নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট-এর ফল দেখে চিকিৎসক নির্ণয় করেন কেউ জিবিএস-এ আক্রান্ত কি না৷ এই রোগের চিকিৎসাও মূলত থেরাপি নির্ভর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Pune GBT scare: পঙ্গু হয়ে যায় মানুষ, পুণেতে হঠাৎ বিরল স্নায়ুরোগে আক্রান্ত পর পর ৫৯ জন! তদন্তের নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল