পণ্য পরিষেবার ওপর কী হারে কর? চূড়ান্ত করল জিএসটি কাউন্সিল। সর্বোচ্চ কর ২৮ শতাংশ, সর্বনিম্ন ৫ শতাংশ। কমছে খাদ্যপণ্য, পরিবহণ ও জরুরি পরিষেবার খরচ। মহার্ঘ হচ্ছে রেস্তোরাঁয় খাওয়া, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা। শিক্ষা ও স্বাস্থ্যকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে । টেলিকম, বিমা, হোটেল ও রেস্তোরাঁ পরিষেবার উপর ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিল ৷
advertisement
এক নজরে দেখে নিন নয়া কর কাঠামো--
-করযোগ্য সব পণ্য ও পরিষেবাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে
-চারটি ভাগে করের হার ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ ----
-জিএসটির ওপর অন্য কোনও কর দিতে হবে না
-কর আগে থেকে নির্দিষ্ট হওয়ায় কর সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে
যেসব ক্ষেত্রে কর লাগু হচ্ছে,
পরিবহণ
-ট্রেন, বাসের টিকিট সহ সব পরিষেবায় কর সর্বনিম্ন অর্থাৎ ৫ শতাংশ
-পেট্রোলিয়াম জিএসটির বাইরে থাকাতেই এই সিদ্ধান্ত
-এতে টিকিটের দাম কমার আশা
-এখন ট্রেন বা বাসের টিকিটের ওপর নির্দিষ্ট হারে কর দিতে হবে
-জিএসটির বাইরে টিকিটের বিমার ওপর কর নেওয়া হতে পারে
পরিষেবা ক্ষেত্র
-এসি ছাড়া হোটেল কাম বারে কর ১২ শতাংশ
-এসি থাকলে কর নেওয়া হবে ১৮ শতাংশ
-বার না থাকলেও এই করই ধার্য হবে
-এখন হোটেলে ভ্যাটের পরিমাণ ১৫ শতাংশ
-এর ওপর পরিষেবা কর ধার্য হয়
-হোটেলে ঘরভাড়া দিনে ১ হাজারের কম হলে জিএসটি কার্যকর নয়
-আড়াই থেকে পাঁচ হাজার টাকা ভাড়ার ঘরে কর ১৮ শতাংশ
-বিলাসবহুল হোটেলের ক্ষেত্রে ২৮ শতাংশ কর চাপবে
-একই হারে কর মাল্টিপ্লেক্স, রেসের মাঠ ও লাউঞ্জ বারে
- দামি হচ্ছে সিনেমার টিকিট
টেলিকম
-টেলিকম ও আর্থিক পরিষেবায় ১৮ শতাংশ কর
-এখন সর্বনিম্ন ১৫ শতাংশ কর দিতে হয়
মোবাইলের খরচ বাড়ার সম্ভাবনা
স্বাস্থ্য ও শিক্ষা
-স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাক্ষেত্রকে জিএসটি থেকে ছাড়
-পুরনো হারে কর চালু থাকছে
-ছাড়ের আওতায় আছে প্রশিক্ষণের খরচ, উচ্চশিক্ষার জন্য ঋণ
খাদ্যপণ্য
-খাদ্যপণ্য, দুধ, দুই, স্বাস্থ্যকর খাবারে জিএসটি কার্যকর নয়
-১১৭৮টি পণ্যের ওপর জিএসটি চাপছে না
-খাদ্যপণ্য ছাড়াও এই তালিকায় আছে ২৪৫টি জীবনদায়ী ওষুধ
উৎপাদন
-গাড়ি, খনি, রসায়ন, ভোগ্যপণ্যে জিএসটি ১৮ থেকে ২৮ শতাংশ
-দু-চাকার গাড়িতে কর ১৮ শতাংশ
-দামি হতে পারে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, আমদানি করা মিউজিক সিস্টেম
-দাম কমবে ফ্রিজ, টিভি সহ অন্য ভোগ্যপণ্যের
সোনায় কর
-সোনা, বিড়ি ও সিগারেটের করের হার স্থির হবে পরবর্তী বৈঠকে
-সোনায় ১২ শতাংশ ও বিড়িতে ৫ শতাংশ করের সম্ভাবনা
-সিগারেটে ২৮ শতাংশ করের সুপারিশ জিএসটি কাউন্সিলের
অন্যদিকে সস্তা হল অ্যাপ ক্যাবের ভাড়া ৷ অ্যাপ ক্যাবের ক্ষেত্রে লাগু হবে ৫% কর ৷ মহার্ঘ্য হচ্ছে পাঁচ তারা হোটেল ও এসি বার ৷ ৫০ লক্ষ বার্ষিক আয়ের রেস্তোরায় ৫% কর লাগু হবে ৷ এসি ছাড়া রেস্তোরায় কর গুনতে হবে ১২% ৷ এসি বার কাম রেস্তোরায় ১৮% হারে কর আদায় করা হবে ৷ পাঁচ তারা হোটেলে খেলে কর গুনতে হবে ২৮% হারে ৷ রুম ভাড়া হাজার থেকে আড়াই হাজার হলে ১২% হারে কর দিতে হবে ৷