ছবির সেই দৃশ্যে দেখা গিয়েছে, এক বিয়েবাড়ির খাবার পাতে খাসির মাংসে রসালো নল্লি না পেয়ে ঝামেলা পাকে বর-কনের পরিবারের মধ্যে। বরের ভাই এই ঘটনা নিয়ে এমন শোরগোল তোলেন যে শেষমেশ বিয়ে ভেঙে যায়। এবার এরকমই ঘটনা পর্দার বাইরে, বাস্তবে ঘটল সেই রাজ্যেই।
advertisement
নিজামাবাদের কনের সঙ্গে জাগতিয়াল জেলার বরের বিয়ে ঠিক হয়েছে। কিছু দিন আগে বাগদান সেরেছিলেন তাঁরা। দুই পরিবারই সিদ্ধান্ত নেয়, বিলাসবহুল আয়োজনে বিয়ে দেওয়া হবে তাঁদের। আমিষ পদই রাখার কথা হয় বিয়েবাড়ির মেন্যুতে। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ ছন্দপতন।
আরও পড়ুন: রাশিফল ২৬ ডিসেম্বর: কাজে উন্নতির সম্ভাবনা! রাশি মিলিয়ে দেখে নিন কেমন যাবে কালকের দিন
খেতে বসে এক অতিথি লক্ষ করেন, পাতে খাসির মাংস পরিবেশন করা হলেও তাতে রসালো নল্লি নেই। কনের বাড়ি থেকে বলা হয়, অস্থিমজ্জা পরিবেশন করতে চাননি তাঁরা। ব্যস, এরপরই বিবাদ বাঁধে দুই পরিবারে। শেষমেশ বিয়েটাই ভেঙে গেল বর-কনের। তবে এই ঘটনার জল গড়িয়েছে থানা পর্যন্ত। পুলিশ এসে বরের বাড়ির সদস্যদের সমঝোতা করে নেওয়ার জন্য বোঝায়। কিন্তু বরের বাড়ির বক্তব্য, মেয়ের বাড়ির লোকেরা তাঁদের অসম্মান করেছে রসালো নল্লি পরিবেশন না করে।
কোনও ভাবেই সম্পর্ক জোড়া লাগানো যায়নি। পুলিশ-সহ সকলেই অবাক হয়ে গিয়েছে বিয়ে ভাঙার কারণ শুনে। মণ্ডপ থেকে যে যার মতো বাড়ি ফিরে গিয়েছে।