বাচ্চা মেয়েটির কাছে 'দাদু' কথাটার সমার্থক শব্দ আজ আর স্নেহ, মায়া, আদর, আবদার নয়! তার কাছে 'দাদু' মানে আতঙ্ক! একসময়ে আর অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে স্কুলের বন্ধুদের বিষয়টি জানিয়ে ফেলে। বন্ধুরা তা জানায় স্কুলের শিক্ষিকাকে স্কুলের তরফে তার পরিবারকে সব জানালেও, প্রাথমিক পর্যায় বৃদ্ধের বিরুদ্ধে কেউ মুখ খোলেননি।
advertisement
এরপর, স্কুল বালি থানায় বিষয়টি জানায়। থানার আধিকারিকরা স্কুলে গিয়ে ছাত্রীর সঙ্গে কথা বলেন। স্কুলে ডেকে পাঠানো হয় ছাত্রীর মা-কে। তাঁর মেয়ের উপর যে তাঁর বাবা যৌন অত্যাচার চালাতেন এবং সেকথা যে তিনি জানতেন, একথা স্বীকার করে নেন মহিলা। তিনি এও জানান, পুলিশে অভিযোগ জানাতে সাহস পাননি কারণ, বাবা নিজে একজন পুলিশকর্মী।
অবশেষে, বালি থানায় নিজের বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর মা।
আরও পড়ুন-পুজোয় পথ দুর্ঘটনা, ব্রেন ডেথ যুবকের অঙ্গ প্রতিস্থাপন