স্বল্প সঞ্চয়ে সুদের হার কমিয়ে দিল কেন্দ্র ৷ দেশের মধ্যবিত্ত নাগরিকদের সঞ্চয়ে বড়সড় প্রভাব ফেলতে চলেছে অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত ৷ফল আম-আদমির হাঁফফাঁস অবস্থা। তবে পাঁচ বছরের সিনিয়র সিটিজেন্স জমা প্রকল্পে সুদের হার পরিবর্তন করা হয়নি ৷
অর্থমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র ও সুকন্যা সমৃদ্ধি স্কিমে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এনএসসি ও পিপিএফে সুদের হার কমে হচ্ছে ৭.৬ শতাংশ। কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে তা কমে হচ্ছে ৭.৩ শতাংশ। এবং সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার কমে হচ্ছে ৮.১ শতাংশ।
advertisement
সুদ বাবদ আয় কমার পাশাপাশি স্টেট ব্যাঙ্কের নতুন নিয়মেও চাপে আম-আদমি। সেভিসং অ্যাকাউন্টে ন্যূনতম জমা না থাকলে বড় অঙ্কের জরিমানা গুণতে হবে এসবিআই গ্রাহকদের। গ্রামীণ ও শহরতলীর শাখাগুলিতেও চালু হচ্ছে এই নিয়ম।