TRENDING:

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং পরিষেবা না থাকলে ৩১ মার্চের পর বিপদ !

Last Updated:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে না, তাতে থাকতে হবে নেট ব্যাঙ্কিং পরিষেবা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে না, তাতে থাকতে হবে নেট ব্যাঙ্কিং পরিষেবা ৷ জনধন যোজনায় সমস্ত নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানোর পর এবার কেন্দ্রের নয়া পদক্ষেপ নেট ব্যাঙ্কিং পরিষেবা বাধ্যতামূলক করা ৷ সেই মতোই ৩১ মার্চ ২০১৭-এর মধ্যে দেশের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং পরিষেবা থাকা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র ৷
advertisement

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অন্তর্বিভাগ রিভিউ বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক উচ্চ পদস্থ আধিকারিক ৷ বৈঠকে আইটি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সামনে এই সংক্রান্ত বিশদ তথ্য পেশ করা হয় ৷

দেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যেতে নোট বাতিলের পর থেকে ডিজিট্যাল লেনদেনের উপর জোর দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার ৷ সেই লক্ষ্যেই দেশবাসীকে এগিয়ে নিয়ে যেতে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করতে চলেছে সরকার ৷ এতে সমস্ত নাগরিকরাই ডিজিট্যাল মাধ্যমে লেনদেন করতে সক্ষম হবেন ৷ শুধু ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে নয়, অনলাইন লেনদেনও করতে পারবেন সমস্ত গ্রাহক ৷

advertisement

গত বছর ৩১ ডিসেম্বর নেট ব্যাঙ্কিংয়ের সুবিধার্থের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীম অ্যাপ লঞ্চ করেন ৷ এই অ্যাপটি তৈরি করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ৷ UPI (Unified Payment Interface)-এর একটি অংশ হচ্ছে নতুন এই অ্যাপ ৷ এই অ্যাপের মাধ্যমে দেশের ৩২টি ব্যাঙ্ক যেগুলি UPI-এর অংশ সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে ৷ এই মাধ্যমে সেই ব্যক্তিকেও টাকা পাঠানো যাবে যার কাছে এই অ্যাপটি নেই বা সেই এমন ব্যাঙ্কের অ্যাকাউন্টে যা UPI-এর অংশ নয় ৷

advertisement

এই দু’মাসের মধ্যেই ভীম অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে ৷ লঞ্চ হওয়ার তিনদিনের মধ্যেই ৩ মিলিয়ন ডাউনলোড হয় অ্যাপটি ৷ ফেব্রুয়ারির শেষে অ্যাপের ডাউনলোড সংখ্যা ১৭.২ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে ৷ দু’মাসের মধ্যে এই অ্যাপের মাধ্যমে প্রায় ৯৫৫ কোটি টাকা লেনদেন করা হয়েছে ৷

ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং বাধ্যতামূলক করা ছাড়াও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেনের সুবিধা বোঝাতে দেশের প্রত্যেক নাগরিকদের বার্তা পাঠাবে কেন্দ্র ৷কিন্তু প্রশ্ন উঠছে ভারতের ৯৩ শতাংশ নাগরিক ডিজিট্যাল পেমেন্ট কী তা জানেন না ৷ তাই নোট বাতিলের পর তাই নগদ অপ্রতুলতায় সঙ্কটে পড়েন দেশবাসী ৷ ভারতের শুধু গ্রাম নয় শহরের বহু মানুষও অনলাইনে টাকা লেনদেনের পদ্ধতি সম্পর্কে অজ্ঞ এবং ডিজিট্যাল পেমেন্টে পটু নন ৷ কেন্দ্রের এই পদক্ষেপে সেইসব মানুষেরা অসিবিধায় পড়তে পারেন বলে আশঙ্কা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যে কোন অনলাইন লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে এবং প্রতিটি লেনদেন নথিভুক্ত হয় ৷ তাই ক্যাশলেস লেনদেনে কোনওরকম হিসাব বহির্ভূত লেনদেন হওয়া প্রায় অসম্ভব ৷ এই পন্থায় কালো টাকার ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র ৷ দেখা যাক সরকারের এই উদ্যোগ জনমানসে কতটা সাড়া ফেলতে পারে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং পরিষেবা না থাকলে ৩১ মার্চের পর বিপদ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল