TRENDING:

স্বাধীনতা দিবসে মোদি সরকার দিচ্ছে বিপুল ‘ক্যাশব্যাক অফার’

Last Updated:

স্বাধীনতা দিবসে মোদি সরকার দিচ্ছে বিপুল ‘ক্যাশব্যাক অফার’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে দেশবাসীর জন্য অভিনব ‘উপহার’-এর ব্যবস্থা করেছে মোদি সরকার ৷ ৭০ তম স্বাধীনতা দিবসে দেশবাসীর জন্য প্রচুর ক্যাশব্যাক অফার এনেছে ভীম অ্যাপ ৷ আগামী ১৫ অগাস্ট সরকারি অ্যাপ ভীম-এর মাধ্যমে ডিজিট্যালি টাকা লেনদেন করলে পাওয়া যাবে প্রচুর অফার ৷
advertisement

নোট বাতিল পর্বের পর থেকেই ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়ার কথা বারেবারে বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে একের পর এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ মানুষকে ই-ট্রান্সেকশনে উৎসাহিত করার জন্য নতুন একটি মোবাইল অ্যাপ ‘ভীম’ (Bharat Interface for Money) লঞ্চ করে সরকার ৷

advertisement

ওই অ্যাপটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI দ্বারা পরিচালিত ৷ ওই সংস্থার CEO এ পি হোতা জানিয়েছেন, স্বাধীনতা দিবসে ভীম অ্যাপের আরও একটি নতুন সংস্করণ লঞ্চ করা হবে ৷ এই উপলক্ষে গ্রাহকদের অনলাইনে ট্রান্সজাকশনে উৎসাহিত করতে ক্যাশব্যাক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷

এই স্বাধীনতা দিবসে ভীম অ্যাপের নয়া ১.৪ ভার্সন বাজারে আসবে ৷ এপি হোতার দাবি অনুযায়ী, যে কোনও দোকানের QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে ৷ এই মুহূর্তে ৪০ লক্ষ ভারতীয় প্রতিদিন ভীম অ্যাপ ব্যবহার করে ডিজিট্যালি লেনদেন করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

গুগল প্লে স্টোরের হিসেবে এই মুহূর্তে ভারতের এক নম্বর অ্যাপ ভীম ৷ বর্তমানে এই অ্যাপে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায় ৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্বাধীনতা দিবসে মোদি সরকার দিচ্ছে বিপুল ‘ক্যাশব্যাক অফার’