বিদায় অনুষ্ঠানে সবাই খুশি ছিল। স্বামী-স্ত্রী উভয়েই মালা পরেছিলেন, এবং টেবিলটিকে গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছিল। তবে কেউই ধারণা করতে পারেনি যে সেই আনন্দময় মুহূর্ত এমন শোকাবহ ঘটনায় পরিণত হবে।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! নির্মীয়মান সেতু থেকে উড়ে এসে খালে পড়ল বাইক, নিহত ২
দেবেন্দ্র সান্দল, যিনি সেন্ট্রাল ওয়্যারহাউসিং কর্পোরেশনে ম্যানেজার পদে কর্মরত ছিলেন, তার হৃদরোগী স্ত্রী টিনার যত্ন নেওয়ার জন্য তিন বছর আগেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন।
advertisement
অনুষ্ঠান চলাকালীন টিনা তার স্বামীকে বলেন, “আমার মাথা ঘুরছে।” দেবেন্দ্র তাকে চেয়ারে বসতে সাহায্য করেন এবং তার পিঠে মালিশ করতে থাকেন। সেই সময় সেখানে উপস্থিত লোকজন এবং স্বামী জোর দিয়ে বলছিলেন, “জল নিয়ে এস, জল।”
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা! গভীর রাতে মদ্যপ ড্রাইভার পিষে দিল ১১ জনকে, ঘটনায় এক শিশুসহ ৬ জনের মৃত্যু
কেউ তাকে ক্যামেরার জন্য হাসতে বললে তিনি মাথা নাড়েন। কিন্তু এরপরই মহিলাটি গোলাপের পাপড়িতে ঢাকা সাদা টেবিলের উপর মুখ থুবড়ে পড়ে যান। স্বামী তাকে ধরে তোলার চেষ্টা করলেও তিনি তখন জ্ঞান হারিয়ে ফেলেন। সেখানে উপস্থিত লোকেরা চিৎকার করে বলতে থাকেন, “মাথা ঘুরছে, কেউ একটু জল দাও।”
ওই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, আর সেই কারণেই তার স্বামী আগাম অবসরের সিদ্ধান্ত নেন।