একইসঙ্গে সিঙ্গল পেরেন্টরাও এবার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন ৷ পাসপোর্টে সন্তানের মা অথবা বাবা যেকোনও একজনের নাম থাকলেই চলবে ৷ যদিও দিল্লি হাইকোর্ট একটি মামলার রায়ে আগেই এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছিল যে, পাসপোর্টে বাবা বা মা যেকোনও একজনের নাম থাকলেই মান্যতা দেওয়া হবে ৷ কিন্তু তা সত্ত্বেও সিঙ্গল পেরেন্টরা পাসপোর্টের আবেদন করার পর হয়রানির মুখোমুখি হচ্ছিলেন ৷
advertisement
বিবাহিতদের জন্য ম্যারেজ সার্টিফিকেট আর বাধ্যতামূলক নয়। জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে জমা দেওয়া যাবে আধার কার্ড ও ই-আধার।
১৯৮০ সালের পাসপোর্ট আইনে আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল, হিন্দু সাধু-সন্ন্যাসীরা যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে তারা বাবা বা মায়ের নামের পরিবর্তে এখন থেকে অভিভাবক হিসেবে আধ্যাত্মিক গুরুর নামও দিতে পারবে ৷
নতুন এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু মানুষ। এতে পাসপোর্টের আবেদনের সংখ্যাও বাড়বে বলে আশা কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের।